shono
Advertisement
Samay Raina

আইনি বিতর্কে দেশে কোণঠাসা! পেটের দায়ে এবার বিদেশে 'কমেডি ট্যুর' সময় রায়নার

'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সময় রায়নার।
Published By: Sulaya SinghaPosted: 06:38 PM May 13, 2025Updated: 06:38 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো বিতর্কের জেরে নিজের দেশেই কার্যত কোণঠাসা সময় রায়না। তাঁর থেকে মুখ ফিরিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। তাঁর শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ বিতর্কিত মন্তব্যের জেরে জড়িয়েছেন আইনি জটিলতাতেও। আর তাই অস্তিত্ব রক্ষার লড়াইতে টিকে থাকতে বিদেশের মাটিই সম্বল কমেডিয়ানের। এবার বিদেশে 'কমেডি ট্যুর' দিয়ে কামব্যাকের সিদ্ধান্ত নিয়েছেন সময়। নিজের ইনস্টাগ্রামে এদিন সেকথা নিজেই জানিয়েছেন।

Advertisement

তাঁর শো-এ প্রতিভাকে তুলে ধরার বদলে যেন প্রতিযোগীদের অপমান করার প্রতিযোগিতা চলত। এমন অভিযোগ আগেই ছিল। সেই সমালোচনার আগুনে ঘি পড়ে যেদিন শোয়ে আসেন ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া। প্রতিযোগীর মা-বাবাকে নিয়ে করা যৌনগন্ধী মন্তব্যে নিন্দার ঝড় ওঠে। নিষিদ্ধ করা হয় সময়ের শো। এবার তাই বিদেশি দর্শকদের উপর ভরসা রেখেই একাধিক দেশে পাড়ি দিতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান।

এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সময় জানিয়েছেন তাঁর আগামী কমেডি ট্যুর সম্পর্কে। সাদা কালো এই ভিডিও ক্লিপে তাঁর সেই ট্যুরের ঝলক উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মার্কিন মুলুকে তাঁর শো-এর ঝলক। তাঁর আগামী শোগুলি হতে চলেছে নিউজিল্যান্ড, সিডনি এবং কলনে। একইসঙ্গে এই ট্যুরের পাশাপাশি তাঁর স্ট্যান্ডআপ কমিক প্রদর্শিত হবে বার্লিন, হ্যামবার্গ, ডাবলিন, লন্ডন ম্যানচেস্টার মিউনিখ, প্যারিস, মেলবোর্ন, আমস্টার্ডামের মতো শহরেও।

 

পাশাপাশি এদিন সময় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর প্রসঙ্গ টেনে বলেছেন 'আমার জীবনের সমস্ত পরীক্ষামূলক সময়গুলিই সেরা কমেডির জন্ম দিয়েছে। ট্যুরে দেখা হচ্ছে।' সময়ের এই পোস্ট সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কমেন্টে ভরে গিয়েছে। কেউ লিখছেন 'তোমার এই প্রত্যাবর্তনে আমরা ভীষণ খুশি।' একইরকম ভাবে সময়ের দিকে ধেয়ে এসেছে নেতিবাচক মন্তব্যও।

সময়ের টিমের তরফে শুভম চাওলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আমেরিকা ও কানাডায় তাঁদের আগামী একটি ইন্ডিয়ান কমেডি ট্যুরের কথাও। তার পাশাপাশি সকলকে সময়ের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু তাই নয় সময়কে 'ভাই' বলেও সম্বোধন করেছেন শুভম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সময় একটি সাদা কালো ভিডিও পোস্ট করে জানিয়েছেন তাঁর আগামী কমেডি ট্যুর সম্পর্কে।
  • সাদা কালো এই ভিডিও ক্লিপে তাঁর সেই ট্যুরের ঝলক উঠে এসেছে।
  • যেখানে চোখ রাখলে দেখা যাচ্ছে মার্কিন মুলুকে তাঁর জনপ্রিয় শো এর ঝলক।
Advertisement