shono
Advertisement

Breaking News

টাকা জমা নিয়েও জিমে ঝুলছে তালা! শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অভিযোগ নিয়ে কী বললেন শ্রাবন্তী?
Posted: 05:26 PM Apr 07, 2023Updated: 05:26 PM Apr 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়। তবে এবার তাঁর বৈবাহিক জীবন নিয়ে নয়, বরং অভিনেত্রীর সাধের জিম নিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী।

Advertisement

তা ঠিক কী ঘটেছে?

বছর দুয়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হয় গণ্ডগোল। যা গড়িয়েছে থানা পর্যন্ত। শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। এমনকী, সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এই দারুণ অফার পেয়ে অনেকেই জিমে ভরতি হয়েছিলেন। অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভরতি হওয়ার পরেই নাকি তাঁদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোলের জন্য় সেই যে জিম বন্ধ হয়, আজও সেখানে ঝুলছে তালা! অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছে।

[আরও পড়ুন: মেসিকে একশো গোল শাহরুখের! বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষে বাদশা]

 শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ” প্রায় ছ’মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। কাজ নিয়ে খুবই ব্যস্ত। তবে যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে ও দিকে সময় দিতে পারছি না। ” শ্রাবন্তীর কথায় এপ্রিলমাসের মধ্য়েই সমস্যার সমাধান হয়ে যাবে।”

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এবার ‘মুখোমুখি’-র নাট্যোৎসব, দেখা যাবে আটটি নতুন নাটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement