shono
Advertisement
Thalapathy Vijay

ইফতারে মুসলিমদের অপমান! মদ্যপ-মস্তানদের ডাকায় সুপারস্টার থলপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের

চেন্নাইয়ে ইফতার পার্টির আয়োজন করে পুলিশি বিপাকে থলপতি বিজয়।
Published By: Sandipta BhanjaPosted: 03:28 PM Mar 11, 2025Updated: 03:28 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপলক্ষ্য ছিল, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া। তবে চেন্নাইয়ে ইফতার পার্টির আয়োজন করে পুলিশি বিপাকে পড়তে হল থলপতি বিজয়কে (Thalapathy Vijay)। দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তামিলনাড়ুর এক মুসলিম সংগঠন।

Advertisement

পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। মাথায় ফেজ টুপি। হাত জড়ো করে ইবাদতের ভঙ্গি। সোশাল মিডিয়ায় এহেন বেশে তুমুল গতিতে ভাইরাল থলপতি বিজয়ের ছবি-ভিডিও। সেখান থেকেই রটে যায়, দক্ষিণী সুপারস্টার নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন! যদিও সেই ভুল ভেঙেছে। আসলে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার পার্টির আয়োজন করেছিলেন থলপতি। সেই অনুষ্ঠানেই তামিল ভাষায় 'দোয়া করতে' দেখা যায় তাঁকে। তবে তারকার এহেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় যখন অনুরাগীরা কুর্নিশ জানাচ্ছেন, তখন সেই আবহেই মুসলিমদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল থলপতির বিরুদ্ধে। যার জেরে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তামিলনাড়ুর সুন্নত জামাত সংগঠন।

সম্প্রতি, চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে নিজের রাজনৈতিক দল 'তামিলাগা ভেত্রি কোঝাগম'-এর সদস্যদের নিয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়। যার জেরেই বিপাকে পড়তে হয় তাঁকে। সংশ্লিষ্ট ওই সংগঠনের অভিযোগ, ইফতার পার্টিতে মদ্যপ, মস্তানদের ভিড় ছিল। যার ফলে ইফতার অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট হয়েছে। সুন্নত জামাত সংগঠনের তরফে সইদ কৌসের অভিযোগ, বিজয় থলপতি আয়োজিত ইফতার পার্টিতে মুসলিমদের অপমানিত হতে হয়েছে। এসব মদ্য, মস্তান লোকজন, যাঁদের সঙ্গে ইফতারের কোনও সম্পর্কই নেই দূরদূরান্ত অবদি, রোজা রাখেন না যাঁরা, তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ইফতারের পবিত্র পরিবেশ নষ্ট করেছেন থলপতি বিজয়। শুধু তাই নয়, চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে। তাঁদের কথায়, নিরাপত্তারক্ষীরা প্রায় গরু-ছাগলের মতো আচরণ করছিলেন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে।

গতবছরই আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন থলপতি বিজয়। ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালেই নতুন দল খুলে চমক দিয়েছেন দক্ষিণী তারকা। রাজনীতির মাঠে বিজয়ের 'পাখির চোখ' বিধানসভা নির্বাচনই। তবে ভক্তদের অনুরোধ বিবেচনা করে ২০২৪ লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে ছাব্বিশের ভোটের আগে এই ইফতার ইস্যুর জেরে থলপতি যে কিছুটা 'ব্যাকফুটে' চলে গেলেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উপলক্ষ্য ছিল, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া।
  • তবে চেন্নাইয়ে ইফতার পার্টির আয়োজন করে পুলিশি বিপাকে পড়তে হল থলপতি বিজয়কে।
  • যার জেরে দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তামিলনাড়ুর এক মুসলিম সংগঠন।
Advertisement