shono
Advertisement
Darshana Banik

বলিউডে 'বিরাট' ব্রেক দর্শনার, বিক্রম ভাটের ছবিতে মুখ্য নায়িকা টলি সুন্দরী

কোন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে?
Published By: Sandipta BhanjaPosted: 11:52 AM May 16, 2025Updated: 11:52 AM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ছবির মুখ্য চরিত্রে দর্শনা বণিক। অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো'তে অভিনয় করেছেন। কাজ করেছেন অনুপম খের, নীনা গুপ্তার মতো তাবড় অভিনেতাদের সঙ্গে। তবে একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করলেও এই প্রথম কোনও মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন দর্শনা। বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে টলিউড সুন্দরীকে।

Advertisement

ছবির নাম 'বিরাট'। জানা গেল এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। গল্পটা কীরকম? জানা গেল, ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে 'বিরাট'-এর চিত্রনাট্য। সেসময়ে রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ। সূত্রের খবর, এই পিরিয়ড সিনেমায় বণ্যপ্রাণ সংরক্ষণের বার্তাও দেওয়া হবে। ভিএফএক্স এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জানা গেল, ইতিমধ্যেই মুম্বইতে সেট তৈরি করে কিছু অংশের শুট হয়ে গিয়েছে। বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা। উল্লেখ্য, বিক্রম ভাটের বলিউড সিনেমার জন্যই সৃজিত মুখোপাধ্যায় 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্র হাতছাড়া হয়েছে দর্শনা বণিকের।

প্রসঙ্গত, বিক্রম ভাট একসময়ে 'রাজ', 'হেট স্টোরি', '১৯২০', 'কসুর', 'গুলাম', 'অ্যাতবার'-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন। তবে বর্তমানে খান-কাপুরদের দৌড়াত্ম্যে কিছুটা 'ব্যাক ফুটে'ই মহেশ, মুকেশ-বিক্রমদের ভাট ক্যাম্প! বিক্রমের 'হেট স্টোরি'র হাত ধরেই বলিউডে ব্রেক পেয়েছিলেন পাওলি দাম। এবার দর্শনা বণিকও সেপথেই হাঁটছেন। এদিকে মেন্টর মহেশ ভাটের সান্নিধ্যে এসে যিশু সেনগুপ্তর সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইতে প্রযোজনা সংস্থা শুরু করেছেন স্বামী সৌরভ দাস। 'হোয়াই সো সিরিয়াস'-এর ব্যানারে এবার কোন কোন ছবি হয়, সেদিকে নজর থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে টলিউড সুন্দরীকে।
  • একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করলেও এই প্রথম কোনও মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন দর্শনা।
  • এই থ্রিলারধর্মী সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী।
Advertisement