সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্বকালীন বিরতির জেরে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একাধিক ছবির কাজ পিছিয়ে গিয়েছে। 'কল্কি'র সিক্যুয়েলের কাজেও তাই হাত দিতে পারেননি। মেয়েই তাঁর ধ্যানজ্ঞান। তবে দুয়া চার মাসে পড়তেই সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে ব়্যাম্পে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বলিউডের 'মস্তানি'র। কিন্তু মেয়ের জন্মের পর থেকে এখনও সেটে পা রাখতে পারেননি অভিনেত্রী। মা হিসেবে কোন ভয় কাজ করে তার মধ্যে? সম্প্রতি আবু ধাবিতে আয়োজিত ফোর্বস গ্লোবাল সামিটে সেই বিষয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

দুয়ার জন্মের পর কাজ এবং সংসারের মাঝে সমতা বজায় রাখছেন কীভাবে? এমন প্রশ্নেরই সম্মুখীন হয়েছিলেন দীপিকা আবু ধাবিতে। যার উত্তরে অভিনেত্রী জানান, "আসলে আমি জীবনের এমন একটা পর্ব কাটাচ্ছি, যেখানে বিশেষ করে 'নতুন মা' হিসেবে মেয়েকে সময় দেওয়া এবং কাজে যাওয়ার মধ্যে কীভাবে ব্যালেন্স করব, সেটা বুঝে উঠতে পারছি না। মেয়েকে সামলে শুটিংয়ে যেতে কোনও অপরাধবোধ যেন কাজ না করে, সেই পন্থা খুঁজে বের করছি এখনও। না, আমি এটা বলব না যে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, তবে উপায় খুঁজে বের করতে পারছি না।" এরপরই অভিনেত্রীর সংযোজন, "আমি জানি, এরকমও অনেক মা রয়েছেন, যাঁরা আমাকে এই বিষয়ে জ্ঞান বা উপদেশ দিতে পারবেন। কেউ প্লিজ কিছু একটা উপায় বাতলে দিন আমাকে।" উল্লেখ্য, মা হওয়ার চটজলদি কাজে ফিরেছিলেন আলিয়া ভাট। সেই তালিকায় একাধিক অভিনেত্রী রয়েছেন, তবে সবথেকে কম সময়ে শুটে ফিরে 'কাপুরদের বউমা' তাক লাগিয়ে দিয়েছিলেন। এদিকে দীপিকা পাড়ুকোনের মন্তব্য শুনে নেটপাড়ার নীতি পুলিশদের অনেকেই বাবা রণবীর সিংয়ের দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন! 'বলিউড খিলজি' পিতৃত্বকালীন ছুটি নেননি। সিনেমা হিট হোক না হোক, একের পর এক শুটে ব্যস্ত তিনি।
ছবি : ইনস্টাগ্রাম
গতবছর ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেই একরত্তিই বর্তমানে তাঁদের সংসারের আলো। সিনেমা থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়ে মেয়েকে একা হাতেই সামলাচ্ছেন দীপিকা। দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকাদম্পতি। দুয়া পাড়ুকোন সিং (Dua Padukone Singh)। যার জেরে বিতর্কেও পড়তে হয়েছিল তাঁদের। হিন্দু হয়ে কেন উর্দুভাষী নাম রেখেছেন? প্রশ্ন তুলে নেটপাড়ার একাংশ রণবীর-দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি। নিন্দুক, সমালোচকদের কথায় কান না দিয়ে রণবীর-দীপিকা অবশ্য বর্তমানে চুটিয়ে ‘প্যারেন্টহুড’ উপভোগ করছেন।