সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুর জন্মের পর তার দেখভালে নাওয়া-খাওয়ার সময় থাকে না মায়েদের। সময় মতো খাওয়ানো, ডায়পার পালটানোর জন্য রাতের পর রাত জেগে থাকেন নতুন মায়েরা। ব্যতিক্রম নন দীপিকা পাড়ুকোনও। মেয়েই এখন তাঁর ধ্যানজ্ঞান। চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন ‘বলিউড মস্তানি’। কিন্তু মেয়ের জন্মের পর বিশেষ এক কারণে রাতের ঘুম উড়েছিল অভিনেত্রীর। দু'মাস ধরে মেয়ের নাম ঠিক করতে নাকি রীতিমত নাজেহাল অবস্থা হয়েছিল বলিউডের তারকাদম্পতির। মাঝরাতে যখন রণবীর শুটিংয়ে ছিলেন তখনই টেক্সট করে সন্তানের নাম ঠিক করেছিলেন অভিনেত্রী। মা হওয়ার পর এইরকম নানা মুহূর্তের কথাই ফের একবার সকলের সকলের সামনে তুলে ধরলেন তিনি।
গত বছরের ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যাসন্তানের আগমন হয় রণবীর-দীপিকা সংসারে। দু'মাস পর নভেম্বরে দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন তাঁরা। দুয়া পাড়ুকোন সিং। দীপিকার কোলে মিষ্টি তুলতুলে পায়ের ছবি দেখে নেটপাড়ার একাংশ যেভাবে আদরে, প্রশংসায় ভরিয়েছিলেন, তেমন আরেকাংশ আবার উর্দু ভাষী নামের জন্য দু'জনকে মারাত্মক আক্রমণ করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে নাম রাখার গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন দীপিকা।
দীপাবলির রাতেই সোশাল মিডিয়ায় মেয়ের ছোট্ট দুটি লক্ষ্মীমন্ত পায়ের ছবি শেয়ার করে, রণবীর-দীপিকা যৌথভাবে জানিয়েছিলেন, এই কন্যাসন্তান তাঁদের প্রার্থনার ফল। আনন্দ আর খুশিতে তাঁদের জীবন ভরিয়ে দিয়েছে সে। সেইজন্যই মেয়ের নাম সাধ করে দুয়া পাড়ুকোন সিং রেখেছেন তাঁরা। সেই প্রসঙ্গ উল্লেখ করে দীপিকা জানান, "মেয়ের জন্মের পর আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঠিক মতো ওকে কোলে নেওয়া। ওকে এই নতুন পৃথিবীটি দেখার সুযোগ দেওয়া, ব্যক্তিত্বকে কিছুটা বিকশিত হতে দেওয়া। তাই আমরা প্রথম থেকেই মেয়ের নাম নিয়ে খুব উৎসাহিত ছিলাম। আমরা কোনও তাড়াহুড়ো করতে চাইনি। দু'মাস ধরে ভেবেছি। তারপর একদিন রণবীর যখন শুটিংয়ে ছিল তখন আমি ওঁকে টেক্সট করি। বলি, মেয়ের নাম দুয়া রাখলে কেমন হয়? রণবীরও এই নাম শুনে সম্মতি জানায়। দুয়ার অর্থ প্রার্থনা।"
২০১৮ সালে ইটালিতে চার হাত এক হয় রণবীর-দীপিকার। ৬ বছর পর কোল আলো করে আসে দুয়া। সাক্ষাৎকারে দীপিকা জানান, সন্তান কখন আসবে সেই সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়েছিলেন রণবীর। অভিনেত্রীর কথায়, "এটা আমার দু'জনের সিদ্ধান্ত হলেও সন্তান আগমনের সময় তুমিই ঠিক করো। কারণ এটা তোমার শরীর। তুমি তোমার গর্ভে সন্তানধারণ করবে। যখন তোমার মনে হবে সন্তানের জন্য তুমি প্রস্তুত তখনই আমরা এগোব।" ছোট্ট দুয়াকে কেমন দেখতে সেই নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। মেয়েকে নিয়ে বাইরে বেরলেও ছবিশিকারীদের থেকে সামলে রাখেন দু'জনে। সম্প্রতি মেয়ে দুয়াকে পাপারাজ্জিদের সঙ্গে আলাপ করিয়ে দেন তাঁরা। তবে একটাই শর্ত ছিল, মেয়ের মুখ আড়াল রাখতে হবে।
এই মুহূর্তে মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না রণবীর-দীপিকা কেউই। অভিনেত্রী জানান, "আমরা চাই আর পাঁচটা বাচ্চার মতোই আমাদের মেয়ে বড় হোক। এই সোশাল মিডিয়া থেকে আমরা ওকে দূরে রাখতে চাই। আমার মনে পরে না কখনও আমার বাবা ছোটবেলায় বলেছিলেন, আমি পেশাদার শাটলার, সেলিব্রিটি। বাবার সম্পর্কে আমরা সমস্ত নিজেদের কৌতুহলেই জেনেছি।" প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা যায় তারকাদম্পতিকে। কোনও ছবি নয়। বিজ্ঞাপনেই জুটি বেঁধেছিলেন দু'জনে। দীপিকা-রণবীরকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
