shono
Advertisement
Deepika Padukone

অপেক্ষার অবসান, শীঘ্রই শুরু হচ্ছে অ্যাটলির ছবির শুটিং! কবে যোগ দিচ্ছেন দীপিকা?

অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হয়েছে।
Published By: Arani BhattacharyaPosted: 08:56 PM Aug 19, 2025Updated: 08:56 PM Aug 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্বের পর ছবিতে অভিনয় করার ক্ষেত্রে ১০০ দিন শুটিংয়ের শর্ত রেখে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরাগভাজন হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারপর নানা বিতর্কের পাহাড় ডিঙিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছিল নিজের দেওয়া শর্ত রেখেই আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সঙ্গে তাঁর নতুন ছবিতে কাজ করার খবর। এবার শুরু হতে চলেছে ছবির শুটিং।

Advertisement

শোনা যাচ্ছে, খুব তাড়াতড়ি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হবে ‘AA22XA6’ ছবির শুটিং। ‘জওয়ান’পরিচালক অ্যাটলির এই ছবির বাজেট ৮০০ কোটি টাকা। যে ছবিতে পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। গুঞ্জন চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং। তবে আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিংয়ে যোগ দেবেন দীপিকা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছবির জন্য প্রস্তুতিপর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। শুটিং শুরুর আগে নিজেকে রীতিমতো ঝালিয়ে নিচ্ছেন অভিনেত্রী। শুধু তাই নয়য় এই প্রথম দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দীপিকাকে। তবে সমস্তরকম প্রস্তুতি নিলেও নিজের সিদ্ধান্তে দীপিকা অনড়। ১০০ দিন শুটিং করার মতো শর্ত থেকে একচুল নড়েননি তিনি। আর ঠিক তা মেনেই করবেন এই ‘AA22XA6’ছবির শুটিং।

প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, খুব তাড়াতড়ি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হবে ‘AA22XA6’ ছবির শুটিং।
  • ‘জওয়ান’পরিচালক অ্যাটলির এই ছবির বাজেট ৮০০ কোটি টাকা।
  • যে ছবিতে পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। গুঞ্জন চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং।
Advertisement