সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে মেসি দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা (Chaos In Yuvabharati)। কেন অতি কম সময়ের জন্য আর্জেন্তিনীয় কিংবদন্তিকে যুবভারতীতে আনা হয়েছিল, সেটা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। মাঠে মেসির সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভ মাঠে এসেছিলেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। দর্শকদের বিশৃঙ্খলা ও বোতলবৃষ্টির মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
শুধু সৌরভ নয়, মাঠে থাকার কথা ছিল শাহরুখ খানেরও। যুবভারতীতে ঘোষণাও করা হয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত। কিন্তু তাঁর দেখা মেলেনি। বস্তুত গোটা অনুষ্ঠানটাই ছিল বিশৃঙ্খলায় পূর্ণ। এই পরিস্থিতিতে মাঠে এসে মেসি মাঠে এসে বেশিক্ষণ থাকেননি। আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবির বায়নাক্কায় কার্যত ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। শাহরুখের সঙ্গে মাঠে সাক্ষাৎ হয়নি।
এর মধ্যে দেখা যায় সৌরভ মাঠে এসেছিলেন। চারদিকে তখন বোতলবৃষ্টি। তার মধ্যেই দেখা যায়, সৌরভ যুবভারতীর টানেল দিয়ে ঢুকে যান। সেই সময় চারদিকে ভাঙা চেয়ার পড়ে রয়েছে। দর্শকরা ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাড়াতাড়ি সৌরভকে মাঠ থেকে বের করানো হয়। খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা নিয়ে আয়োজকদের দিকে আঙুল উঠেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতী ছেড়ে দ্রুত বেরিয়ে যান মেসি। স্টেডিয়াম থেকেই তিনি রওনা দেন বিমানবন্দরের দিকে। এদিন মেসির সঙ্গে এক মঞ্চে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকেও বাধ্য হয়ে যুবভারতী যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়।
