সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ফারহান আখতারের '১২০ বাহাদুর' (120 Bahadur) দেখে ভূয়সী প্রশংসা করেন অখিলেশ যাদব। সদ্য মুক্তিপ্রাপ্ত এই দেশাত্মবোধক ছবিকে 'মাস্ট ওয়াচ'-এর তালিকায় রেখেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। এবার পর্দায় 'জওয়ানদের জয়গানে' মুগ্ধ হয়ে '১২০ বাহাদুর'কে দিল্লিতে করমুক্ত (Tax Free) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
যুদ্ধের প্রেক্ষাপটে দেশাত্মবোধক সিনেমা বলিউডে এর আগেও হয়েছে, তবে ফারহান আখতার অভিনীত '১২০ বাহাদুর' যে সেই তালিকায় নতুন মাইলস্টোন গড়বে, তেমন ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। বক্স অফিসে খুব একটা সাড়া না ফেলতে পারলেও সিনেসমালোচকরা যেমন এই ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন, তেমনই দর্শকমহলেও বহুল প্রশংসিত হয়েছে '১২০ বাহাদুর'। এক সপ্তাহে মোটে ১৫ কোটির ব্যবসা করেছে '১২০ বাহাদুর'। এবার এই দেশাত্মবোধক সিনেমা দেখে ফারহান আখতারের প্রশংসায় পঞ্চমুখ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি '১২০ বাহাদুর'। চিনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ান কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়েছিলেন সেই বীরত্বের গাথাই ফুটে উঠেছে রজনীশ ঘাই পরিচালিত এই ছবিতে। ষাটের দশকের সেই ভারত-চিন যুদ্ধে ১১৪ জন জওয়ার শহিদ হয়েছিলেন। দেশমাতৃকার সেই বীরসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই ‘১২০ বাহাদুর’ সিনেমাটি তৈরি করেছেন নির্মাতারা। আর সিনেপর্দায় এহেন দেশপ্রেমের কাহিনি দেখেই মুগ্ধ রাজনীতিক ব্যক্তিত্বরা।
ফারহানের সিনেমার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে রেখা লেখেন, "'১২০ বাহাদুর' একটি ঐতিহাসিক যুদ্ধের ছবি। যে সিনেমা চার্লি কোম্পানির ১৩ কুমায়ুন রেজিমেন্টের ১২০ জন জওয়ানের অসাধারণ সাহস ও বীরত্বকে সম্মান জানিয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর ইতিহাসে মেজর শয়তান সিং ভাটির নেতৃত্ব এবং আত্মত্যাগের গৌরবময় আখ্যানের এক জ্বলন্ত দলিল এই সিনেমা। এই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮শে নভেম্বর থেকে দিল্লি সরকার '১২০ বাহাদুর' ছবিটিকে করমুক্ত ঘোষণা করল। গোটা টিমকে অভিনন্দন।"
