shono
Advertisement
Karisma Kapoor

করিশ্মার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন? জবাব চেয়ে প্রিয়াকে সমন আদালতের

চলতি বছরের ১২ জুন প্রয়াত হন বিশিষ্ট শিল্পপতি তথা প্রাক্তন কাপুর জামাই সঞ্জয় কাপুর।
Published By: Arani BhattacharyaPosted: 01:37 PM Nov 18, 2025Updated: 03:58 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তাঁর তিরিশ হাজার কোটির সম্পত্তি নিয়ে বিবাদ চলছেই। এর মধ্যেই দিল্লি হাই কোর্টে করিশ্মার ছেলেমেয়েরা দাবি করেছেন যে তাঁদের দু’মাসের কলেজ ফি জমা দেয়নি সঞ্জয়ের এস্টেট। যার হাল ধরেছেন বর্তমানে প্রিয়া। এর আগে প্রিয়ার বিরুদ্ধে সঞ্জয়ের তিরিশ কোটির সম্পত্তির দলিল জাল করার অভিযোগ উঠেছিলই। এবার প্রিয়াকে সমন পাঠালো আদালত।

Advertisement

আগামী তিন সপ্তাহের মধ্যে প্রিয়ার থেকে এই ঘটনার জবাব চাওয়া হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য, করিশ্মার দুই সন্তানের অভিযোগ, প্রিয়া সচদেব তাঁদের বাবার সম্পত্তির দলিলের সই জাল করেছেন। আর সেই কারণেই করিশ্মার ছেলে তাঁর বাবার সম্পত্তির আসল দলিল চেয়ে পাঠিয়েছে। সেই সই আদৌ তাঁদের বাবা সঞ্জয় কাপুরের কিনা তা খতেই দেখার জন্যওই দাবি জানিয়েছেন সামাইরা ও কিয়ান। করিশ্মার ছেলের এই অভিযোগের ভিত্তিতে জমা দেওয়া পিটিশন আদালতকে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন কিয়ান।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে প্রিয়ার আইনজীবী দাবি করেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর থেকে প্রিয়া নাকি কিয়ান ও সামাইরার প্রাপ্য সব কিছুই দিয়েছেন। সুতরাং এই অভিযোগ একেবারেই মিথ্যে। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। চলতি বছরের ১২ জুন প্রয়াত হন বিশিষ্ট শিল্পপতি তথা প্রাক্তন কাপুর জামাই সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় লন্ডনেই ছিলেন সঞ্জয় কাপুর। পোলো খেলছিলেন তিনি। আচমকা তাঁর মুখের ভিতর মৌমাছি ঢুকে যায়। মুহূর্তের মধ্যে অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামীর। আইনি জটিলতায় দেহ দিল্লিতে ফিরতে বেশ খানিকটা সময় লাগে। অবশেষে ১৯ জুন সঞ্জয়ের দেহ ফেরে রাজধানীতে। সঞ্জয়ের মৃত্যুর পর থেকে সম্পত্তি নিয়ে জটিলতা চলছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি হাই কোর্টে করিশ্মার ছেলেমেয়েরা দাবি করেছেন যে তাঁদের দু’মাসের কলেজ ফি জমা দেয়নি সঞ্জয়ের এস্টেট।
  • যার হাল ধরেছেন বর্তমানে প্রিয়া। এর আগে প্রিয়ার বিরুদ্ধে সঞ্জয়ের তিরিশ কোটির সম্পত্তির দলিল জাল করার অভিযোগ উঠেছিলই।
  • এবার প্রিয়াকে সমন পাঠালো আদালত।
Advertisement