সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই বছর শেষের খবর দিলেন টলিউড হার্টথ্রব দেব। ২০২৩-এর মতো, ২০২৪ সালেও যে দেব বড় চমক দিতে চলেছেন, তা স্পষ্টই জানিয়ে দিলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, দেব ও তাঁর লাকি ট্রায়োকে । অর্থাৎ দেব, পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। ‘টনিক’ ছবির সাফল্যর পর ‘প্রধান’। এই ট্রায়োর ঝুলিতে একের পর এক বক্স অফিস কাঁপানো ছবি। এই ত্রয়ীই নতুন বছরের শেষে ফের একসঙ্গে নিয়ে আসতে চলেছেন নতুন ছবি।
[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]
দেব ইনস্টাগ্রামে লিখলেন, ”যদি সব ঠিক থাকে তাহলে আগামী বড়দিনে আমরা আবার আসছি। ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ তারিখ।” তবে কী ছবি?. কারা থাকবেন?, তা কিন্তু খোলসা করেননি দেব।
‘টনিক’, ‘প্রজাপতি’, ‘কিশমিশ’, বাঘাযতীন। হালফিলের প্রধান। কখনও পাশের বাড়ির ছেলে তো, কখনও ডাকাবুকো পুলিশ অফিসার। প্রতিটা ছবিতেই নতুন নতুন অবতারে ধরা দিয়েছেন দেব। দেবের এই পোস্ট দেখে অনুরাগীদের আশা, ২০২৪ সালের বড়দিনেও ফের নতুন অবতারে সিনেপর্দায় এসে বড়চমক দেবেন। অন্যদিকে, সৃজিতের টেক্কা ছবিরও শুটিং শুরু করেছেন দেব। এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
