সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে চমক! বছরের শুরুর সকালে ‘প্রধান’ টিমের সঙ্গে ছবি শেয়ার করে নতুন ছবির ঘোষণা করেছিলেন দেব। আর বিকেল হতেই আরেক ছবির ঘোষণা! তবে এই ছবি জারা হটকে! মানে দেব আর ফ্যামিলি ড্রামার নায়ক নন, বরং ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘পাগলু’ ছবির স্মৃতি উসকে এবার সেই পুরনো দেব। একেবারে অ্যাকশন প্যাকড। হাতে ধারালো অস্ত্র, উসকো-খুসকো চুল। মারকুটে দেবের ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা নিজেই। ছবির নাম ‘খাদান’। পরিচালক সঞ্জয় রিনো দত্ত।
সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। কখনও কটাক্ষ, সমালোচনা সঙ্গী হয়েছে তো কখনও বা আবার প্রশংসা জুটেছে সিনে সমালোচক থেকে দর্শক-অনুরাগীদের তরফে। তবে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে যে রেকর্ড রয়েছে, তা জিৎ-প্রসেনজিতের কাছেও নেই। বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র যে ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’।
[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]
দক্ষিণী ‘সালার’ ও বলিউডি ‘ডাঙ্কি’ ঝড়ের মাঝেই প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে দেবের ‘প্রধান’। মাত্র পাঁচ দিনেই দেড় কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। টলিপাড়ায় আগেই খবর ছিল কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন দেব। শেয়ার করলেন নতুন ছবির প্রথম ঝলক।
ইদানিং দেব তাঁর বিপরীতে কাস্টিং নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। কখনও ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়া একেবারে নবাগতাকে কাস্ট করে বাজি লড়েছেন তো কখনও বা আবার টেলিপর্দায় জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গিয়েছে তাঁর বিপরীতে। নতুন ছবিতেও চমক রেখেছেন দেব। ‘খাদান’-এ দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইদিকা পালকে। যে ইদিকা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে ওপার বাংলায় হইচই ফেলে দিয়েছে। জানা গিয়েছে ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই।
