shono
Advertisement

Breaking News

Dev-Prosenjit Chatterjee

'পদ্মশ্রী-টদ্যশ্রী'র ভুল বোঝাবুঝির পর সটান প্রসেনজিতের বাড়িতে দেব, মান-অভিমান কি মিটল?

প্রশ্ন উঠেছে, সুপারস্টার হলেও একজন পদ্মসম্মানপ্রাপ্র সিনিয়র অভিনেতার সঙ্গে এমন 'টোনে' কথা বলাটা কি শোভা পায়? তবে বিতর্ক দানা বাঁধতেই শুক্রবার সটান প্রসেনজিতের বাড়িতে হাজির হন দেব। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 05:30 PM Jan 30, 2026Updated: 06:04 PM Jan 30, 2026

বুধবার থেকেই বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস! ইম্পার দপ্তরে স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! কানাঘুষো, ছাব্বিশ সালের বাংলা সিনে-ক্যালেন্ডার নির্ধারণের সময়ে অনুজ দেবের কিছু কথায় খানিক অস্বস্তিতেই পড়েছিলেন টলিউডের অন্যতম 'অভিভাবক' বুম্বা। যা কিনা বিগত বাহাত্তর ঘণ্টায় সিনেইন্ডাস্ট্রির 'টক অফ দ্য টেবল' হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, সুপারস্টার হলেও একজন পদ্মসম্মানপ্রাপ্র সিনিয়র অভিনেতার সঙ্গে এমন 'টোনে' কথা বলাটা কি শোভা পায়? তবে বিতর্ক দানা বাঁধতেই শুক্রবার সটান প্রসেনজিতের বাড়িতে হাজির হন দেব। তারপর?

Advertisement

'পদ্মশ্রী টদ্যশ্রী'র মন্তব্যের পর এদিন 'এমনি' প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করেন টলিউড সুপারস্টার। সেই 'মিলনতিথি'র ফ্রেম দেখে একাংশের অনুমান, সংশ্লিষ্ট ইস্যুর রেশ ধরেই এহেন সাক্ষাৎ। সেই ছবিতেই দেখা গেল, বাংলা সিনেমার স্বার্থে হাসিমুখে একে-অপরের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন দেব-প্রসেনজিৎ। ভ্রাতৃসম অভিনেতার 'সেদিনকার মন্তব্যে' মান-অভিমান ঝেড়ে ফেলে বুম্বাও গুরুজনের মতোই দেবকে বুকে টেনে নিলেন। শুধু তাই নয়, দেবের পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, "তুই এলি, কথা বললি, ভালো লাগল। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক।" শেষপাতে দেবকে আদর জানাতেও ভুললেন না তিনি। ঠিক কী ঘটেছিল সেদিনকার স্ক্রিনিং কমিটির মিটিংয়ে? 

প্রসেনজিতের বাড়িতে দেব, ছবি- ফেসবুক

খবর, বুধসন্ধ্যার ওই মিটিংয়ে পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। তবে খানিক বাদেই নাকি সেই সৌজন্যর আবহ বদলে যায় থমথমে পরিবেশে। বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়েই বেরিয়ে যান দেব। জানা যায়, ‘পুজোর সিনে ক্যালেন্ডার’ তরজা থামানোর জন্য প্রসেনজিৎ দেবের উদ্দেশে বলেছিলেন, “আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে। ওনাকে একবার জানিয়ে রাখিস।” উত্তরে দেব বলেন, “তোমার তো ছবি হিট হয়েছে। তার উপর তুমি আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে!” এহেন ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর জিৎ যখন দেবকে জানান, “আমি অনেকদিন পর পুজোতে আসছি। তুমি একটু স্পেস দাও।” কানাঘুষো, সেকথা শুনে নাকি ‘নির্বিবাদী’ জিৎকেও রেয়াত করেননি টানা ২ বছর পুজোয় ‘ব্লকবাস্টার’ দেওয়া দেব। প্রশ্ন তোলেন, আচমকা এতবছর পরে ছবি এনে জায়গা চাওয়াটা কি সমীচীন? এমন ত্বত্ত্ব চাউড় হতেই আবার সুপারস্টারদ্বয়ের ভক্তশিবিরের 'রক্তগরম'! কেউ-কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ। প্রসেনজিৎকে অপমানের অভিযোগও তোলে জিৎ-ভক্তরা। বিতর্কে ইতি টানতে তাই শুক্রবার সটান বুম্বার বালিগঞ্জের 'উৎসবে' হাজির হন দেব।

প্রসঙ্গত, ছাব্বিশের পুজোর স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব। শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি দশ মাস আগের অগ্রিম বুকিং চালু করেও ভালোই সাড়া পেয়েছেন। অন্যদিকে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ও আবার পুজোয় আসার কথা। আর এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকে সেপ্রসঙ্গ উত্থাপন হতেই নাকি মিটিংয়ে টলিপাড়ার দুই সুপারস্টারের মধ্যে ঠান্ডা তরজা শুরু হয়! মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় ইন্ডাস্ট্রির অগ্রজ ‘বুম্বাদা’কেও। আর সেই অনভিপ্রেত ঘটনার কিছু কথোপকথন নিয়েই চর্চা জারি টলিমহলে। তবে এবার ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে খিল দিলেন দেব-প্রসেনজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement