সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে টলিউডের 'রাজার রাজা' আর আরেক দিকে বাংলার 'মহারাজা'। একজন সিনেমার মারকুটে নায়ক, তো আরেকজন বাইশগজের সম্রাট। আর দুই মহাতারকার দেখা যখন হল বাইশগজে, তখন উত্তেজনার যে পারদ তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। হলও তেমন। দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতে মঙ্গলবার দুপুর যেন জমজমাট। সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী এবং অভিনেতা যিশু সেনগুপ্তও। নেপথ্যে দেবের 'খাদান'।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। দেব এখন তুমুল ব্যস্ত তাঁর নতুন ছবি 'খাদান'-এর প্রচারে (Khadaan Promotion)। ইতিমধ্যেই প্রায় গোটা বাংলায় 'খাদান' বাস নিয়ে বেঙ্গল ট্যুর সেরেছেন দেব। ছবির প্রচারের কায়দা এমন অভিনবত্ব আগে দেখেনি বাংলা। কর্মাশিয়াল ছবিকে দর্শকদের কাছে ফের জনপ্রিয় করে তুলতে, দেবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টলিউডের বহু মানুষ। আর এবার খাদান ছবির প্রচারেই বাইশগজে সৌরভের মুখোমুখি দেব। সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামীও। 'খাদান' লেখা টিশার্ট পরে, মাঠে নামতেই জয়ধ্বনি। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখলেন, 'দাদা ১১ বনাম সৌরভ ১১।'
তা এই খেলার ফলাফল কী?
জানা গিয়েছে, এই খেলার ফলাফল ড্র! বাইশগজে মহারাজকে পাওয়াটাই ছিল টলিউডের 'রাজার রাজা' খুড়ি দেবের কাছে সবচেয়ে বড় পুরস্কার।
কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে দেব বলেন, ''বেঙ্গল ট্যুরটা আমাদের জন্য একটা ইতিহাস। তাই এটার একটা ডকুমেনটেশন থাকা উচিত। সেই কারণেই লাইভ। প্রায় একমাস আগে আমরা ভাবছিলাম টেক্কার পর নতুন এমন কী করা যায়, যার মধ্যে দিয়ে খাদান বাংলার প্রতিটা কোণায় পৌছে যাবে। সে ভাবনা থেকেই খাদান বেঙ্গল ট্যুরের জন্ম। দারুণ রেসপন্স পাচ্ছি আমরা। তবুও বলতে চাই, আমার মনে হয় প্রধানের মতো ছবি দেখার দর্শক রয়েছে। এটা আমার মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে এমন কী করি যে মানুষগুলো একটা সময় ছবি দেখত আর এখন যে মানুষগুলো টিকিট কেটে ছবি দেখে, তাঁদেরকে কীভাবে এক করব। আমাদের ছবি মুক্তি পেতে আর একসপ্তাহ বাকি। আমরা খুব ইমোশনাল। যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি।''
ফেসবুক লাইভে এসে দেব আরও বলেন, ”বেঙ্গল ট্যুরের শুরুর সময় আমরা ভাবছিলাম, আমরা তো বের হচ্ছি, লোকে কি বের হবে? বাংলা ছবির দর্শক, যাঁরা সিনেমাহলে এসে ছবি দেখেন, তা খুবই লিমিটেড। আমি কয়েক বছর আগে মন্তব্য করেছিলাম, বাংলা ছবির দর্শক ও বাংলার দর্শক একেবারে আলাদা। বাংলা ছবির দর্শক, যাঁরা হলে এসে বাংলা ছবি দেখে, বাংলার দর্শক যাঁরা হলে এসে সমস্ত ছবি দেখে। পুষ্পা দেখে, স্ত্রী ২ দেখে। আরও যে হিন্দি ছবি আসবে বা হলিউড ছবি আসবে সেটা দেখবে। লোকজনকে আমি কীভাবে আমার ছবিটা দেখাবো, যাঁরা দেবকে দেব বানিয়েছে, আমিও সেই ছবিগুলো মিস করেছি। সঙ্গে যাঁরা আমার প্রধান দেখেছে, টনিক দেখেছে, তাঁদের কীভাবে বোঝাবো, এটাও আপনাদের ছবি। আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, ভাবিনি এমনটা হবে। সবাইকে ধন্যবাদ। অনেকে আবেগে কাঁদছে। অনেক দূর দূর থেকে লোক আসছে। এত মানুষ দেখতে আসছে। খুবই স্পেশাল। সাড়ে তিন হাজার কিলো মিটার হল খাদান বেঙ্গল ট্যুর। খাদান ট্যুর বাংলা ছবির জন্য ঘোরা। বাংলা ছবির উৎসবে ফিরতে চাই।”