সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টার থিয়েটারে নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ায়, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন টলি অভিনেত্রী ও সুপারস্টার দেবের কাছের মানুষ রুক্মিণী মৈত্র। এমনকী, তিনি জানিয়ে ছিলেন খবরটা কানে আসার পরই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। আর এবার স্টার থিয়েটারে নাম বদলের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দেব। সোশাল মিডিয়ায় রুক্মিণীর বিনোদিনী ছবির পোস্টার শেয়ার করে দেব লিখলেন, ''বিশ্বাস ও কথা রাখার জন্য ধন্যবাদ। স্টার থিয়েটার এখন থেকে বিনোদিনী থিয়েটার। আমি খুব খুশি।''
এই মুহূর্তে বাংলা ছবির বক্স অফিসের সব রেকর্ড ভেঙে 'খাদান' ব্লকবাস্টার। বহুদিন বাদে বাংলা মশালা ছবিতে দেব ফিরে আসায় ভক্তরা দারুণ খুশি। দেব দেখিয়ে দিয়েছেন, অ্যাকশন, নাচে এখনও তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। বাংলা ছবির বক্স অফিসে সুদিন ফেরাতে দেবের খাদান কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। অন্তত, ফিল্ম সমালোচকরা এমনটিই মনে করছেন।
অন্যদিকে রুক্মিণীর এই বিনোদিনী ছবিরও প্রযোজক তিনি। স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী হওয়ায় তাই দ্বিগুণ খুশি দেব ও রুক্মিণী। মমতার এই উদ্যোগে চোখে জল পর্দার ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্রর। সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্য়বাদ জানিয়ে রুক্মিণী লিখলেন, ”ধন্যবাদ দিদি। ১৪০ বছর ধরে একজন নারী যে লড়াই করেছে, তাঁকে যোগ্য সম্মান দেওয়ার জন্য। কীভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, তা বুঝতেই পারছি না। একজন নারী হয়ে, আরেকজন নারীকে সম্মান ফিরিয়ে দিলেন আপনি। বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।”
শুধুই সোশাল মিডিয়ায় লিখেই ক্ষান্ত দেননি রুক্মিণী। তিনি জানিয়েছেন, ”খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে, ১৪০ বছরের লড়াই সার্থক হল। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়।”
মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী। সেদিনই মুক্তি পেয়েছিল তাঁর আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। আর টিজারেই ইঙ্গিত, একেবারে নিজেকে ভেঙেচুরে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন রুক্মিণী। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। এখানেই শেষ নয়। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সব মিলিয়ে দারুণ এক স্টারকাস্ট উপহার দিতে চলেছেন রামকমল।