shono
Advertisement

Breaking News

Dhumketu

'ধূমকেতু ২ হবে, কিন্তু...', রিলিজের আগেই কোন শর্ত বেঁধে দিলেন দেব-রানা?

কোন ইঙ্গিত দিলেন নির্মাতারা?
Published By: Sandipta BhanjaPosted: 03:20 PM Aug 11, 2025Updated: 03:20 PM Aug 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্রীম বুকিংয়েই বাংলার বুকে ঝড় তুলেছে 'ধূমকেতু'। আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। দেব-শুভশ্রী অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের সাক্ষী থাকার পর অগ্রীম বুকিংয়েও 'দেশু' জুটিকে ভালোবাসার জোয়ারে ভরিয়ে দিয়েছেন তাঁরা। অনুরাগীদের 'পাখির চোখ' ছিল প্রিমিয়ারের দিকে। কিন্তু ব্যাপক টিকিটের চাহিদার জন্যে প্রযোজকদ্বয় যৌথভাবে সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই প্রেক্ষিতেই নস্ট্যালজিয়ার টানে 'ধূমকেতু'র অগ্রিম বুকিংয়ে ঝড়। এই সিনেমা যে টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার অন্যতম 'টনিক' হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। এমন আবহেই দর্শক-অনুরাগীদের কাছে একটি শর্ত রাখলেন নির্মাতারা!

Advertisement

অনুরাগীদের পাশাপাশি 'ধূমকেতু' টিমের উত্তেজনাও মারাত্মক। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, প্রতিটা ছবি রিলিজের আগেই টেনশন হয় তাঁর। তবে 'ধূমকেতু'র ক্ষেত্রে তার রেশ আরও বেশি। রাতের খাওয়া-ঘুর প্রায় উড়েছে! রাত জেগে টিকিট বিক্রির দিকে নজর রাখছেন তিনি। অন্যদিকে প্রযোজক রানা সরকারের মতে, বিগত দশ বছর ধরে এই সিনেমার জন্য নানা কারণে কুকথা শুনতে হয়েছে তাঁকে। তবে এই সিনেমার ব্যবসা বাড়লে সিক্যুয়েল তৈরির আভাস দিলেন তিনি। রানার রসিকতা, "ধূমকেতু ৩০ কোটির বেশি ব্যবসা দিলে 'ধূমকেতু ২' বানাব।" আত্মপ্রত্যয়ী দেবও। 'ধূমকেতু'র অগ্রিম বুকিংয়ের ভালো ফল দেখে টলিউড সুপারস্টার জানিয়েছেন, যেদিন সব বাংলা সিনেমার টিকিট ঘণ্টায় দশ হাজার করে বিক্রি হবে, সেদিন বুধবেন ইন্ডাস্ট্রির জন্য তিনি কিছু করতে পেরেছেন। তবে 'ধূমকেতু ২' আসার একটাই শর্ত। আর সেটা সিনেমার অন্যতম প্রযোজক রানা জানিয়েই দিয়েছেন। এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করলে তবেই 'দেশু' অনুরাগীরা 'ধূমকেতু ২' দেখতে পাবেন।

এদিকে রবিবার দেব একটি পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে লেখেন, ‘এমনি নয়, এটা বাস্তব’, কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সমস্ত সিনেমাহলে।’ এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে যে, ‘ধূমকেতু’র একাধিক শো টাইম বেড়েছে এবং এখনও দর্শক এই ছবির আরও শো বাড়ানোর অনুরোধ করছেন। সেই পোস্টেই দেখা যাচ্ছে কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্তকে মন্তব্য করতে। তিনি লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যেভাবে ছবির অ্যাডভান্স বুকিং হয়েছে।’ অতঃপর রিলিজের আগেই যে দেব-শুভশ্রীর 'ধূমকেতু' বিজয়রথ ছুটিয়েছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অগ্রীম বুকিংয়েই বাংলার বুকে ঝড় তুলেছে 'ধূমকেতু'।
  • রানার রসিকতা, "ধূমকেতু ৩০ কোটির বেশি ব্যবসা দিলে 'ধূমকেতু ২' বানাব।"
  • এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করলে তবেই 'দেশু' অনুরাগীরা 'ধূমকেতু ২' দেখতে পাবেন।
Advertisement