shono
Advertisement

Breaking News

Dev

রবিবাসরীয় সকালে ময়দানে ঘোড়সওয়ার দেব, চললেন কোথায়? কৌতূহলী নেটপাড়া

ইনস্টাগ্রামে নিজেই ছবি ও ভিডিও শেয়ার করলেন সাংসদ অভিনেতা।
Published By: Sayani SenPosted: 04:57 PM Mar 09, 2025Updated: 04:59 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো ট্র্যাক প্যান্ট। সঙ্গে ফুলস্লিভ টি-শার্ট। মাথায় হেলমেট। ঘোড়ার পিঠে বসে রশিতে টান সাংসদ অভিনেতা দেবের। ইনস্টাগ্রামে নিজেই ছবি ও ভিডিও শেয়ার করলেন তিনি। লিখলেন, "রবিবার সকালটা এভাবেই কাটল...।" ছবি, ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, 'দেব চললেন কোথায়?' আসলে 'রঘু ডাকাত' ছবির জন্য এত কসরত সাংসদ অভিনেতার।

Advertisement

সিনেপর্দায় কোনও চরিত্র ফুটিয়ে তুলতে কোনওরকম কসরত বাকি রাখেন না দেব। টলিউড সুপারস্টার কড়া হোমওয়ার্কে বিশ্বাসী। কথাতেই আছে, ‘কষ্ট করলে কেষ্ট মেলে’। সেকথা যে দেবের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে, তা বলাই বাহুল্য। ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কড়া অনুশীলনে মন দিয়েছেন দেব। শিখছেন ঘোড়া চালানো। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে। তাই আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন দেব।

প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে ‘রঘু ডাকাত’ শুভ মহরৎ সম্পন্ন হয়েছে। সেখানেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর ম্যাগনাম অপাসের চূড়ান্ত কাস্টিংয়ের ঝলক প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন। ‘রঘু ডাকাত’-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। দেব-ধ্রুব জুটি এর আগেও ‘গোলন্দাজ’-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরনে কালো ট্র্যাক প্যান্ট। সঙ্গে ফুলস্লিভ টি-শার্ট। মাথায় হেলমেট।
  • ঘোড়ার পিঠে বসে রশিতে টান সাংসদ অভিনেতা দেবের।
  • ইনস্টাগ্রামে নিজেই ছবি ও ভিডিও শেয়ার করলেন তিনি। লিখলেন, "রবিবার সকালটা এভাবেই কাটল...।"
Advertisement