shono
Advertisement
Dev Subhashree Ganguly

দেশু জুটিতে ফাটল! '২০২৫-এও এহেন অসম্মান...', দেবের 'দুই বাচ্চার মা' মন্তব্যে ফুঁসে উঠলেন শুভশ্রী

বক্স অফিসে দৌড় শুরু হতেই 'ধূমকেতু'র মতো বদলাল 'দেশু'র সমীকরণ! 'সুপারস্টার প্রাক্তনে'র মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 11:16 AM Aug 29, 2025Updated: 12:52 PM Aug 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধূমকেতু'র প্রচারে ঢক্কা নিনাদই সার। বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই ফের দেব-শুভশ্রী জুটিতে ফাটল। দশ বছর বাদে নস্ট্যালজিয়া উসকে সাড়ম্বরে প্রচার সেরে সাড়া ফেলে দিয়েছিল দেশু জুটি। কিন্তু অদৃষ্টর হিসেব কে জানত? ছবি মুক্তির পরই বদলে গেল সমীকরণ। দেশু অনুরাগীরা বলছেন, 'এ তো রীতিমতো ফ্যানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা!'

Advertisement

এদিকে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে নানা সময়ে নানা কথা। 'ধূমকেতু'র প্রিমিয়ারে নাকি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঠিক করে আমন্ত্রণই জানানো হয়নি। আবার কারও দাবি, সিনেমার প্রচারপর্ব মেটার পরই 'ব্রাত্য' শুভশ্রী। এমন বিতর্কযজ্ঞে আবার ঘৃতাহূতির মতো কাজ করে দেবের সাম্প্রতিক একটি মন্তব্য। যেখানে 'সুপারস্টার প্রাক্তনে'র মন্তব্যের সারমর্ম করলে দাঁড়ায়, দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! ব্যস, নেটভুবনে হইচই শুরু! এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন 'ধূমকেতুর রূপা' শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এক মিউজিক চ্যানেলের খোলামেলা আড্ডায় দেবকে যখন জিজ্ঞাসা করা হয়, ২০২৫ সালে যদি 'ধূমকেতু' তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে কাস্ট করা হত? প্রশ্নের উত্তরে দেব বলেন, "ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।" সেই সাক্ষাৎকারেই দেবের সংযোজন, "আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।" এখানেই শেষ নয়!

নিজের প্রযোজিত প্রথম সিনেমায় শুভশ্রীকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি 'ধূমকেতু'তে 'রূপা'র চরিত্রে দেখা গিয়েছে তাঁকে? এমন প্রশ্নের মুখে দেব জানান, "শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।" টলিউড সুপারস্টারের এহেন মন্তব্যের পরই নেটপাড়ায় তুমুল হইচই শুরু হয়। শুভশ্রী অনুরাগীদের দাবি, 'শুধুমাত্র প্রচারের জন্যই শুভশ্রীকে ব্যবহার করেছেন টলিউড সুপারস্টার!' লাগাতার কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে দেবকে। এবার সেই প্রেক্ষিতেই নয়নদীপ রক্ষিতের সাক্ষাৎকারে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

শুভশ্রীর মন্তব্য, "একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমি 'সন্তান' করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না...।"
আবার কি দেশু জুটিকে ফিরে পাওয়া যাবে? প্রশ্নের উত্তরে শুভশ্রীর রসিক অথচ ব্যঙ্গাত্মক জবাব, "জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সেই সারল্য তো নেই।" দুই তারকার এহেন বিপরীতমুখী অবস্থান দেখে প্রশ্ন উঠেছে, 'ধূমকেতু'র ব্যবসা ৩০ কোটি পার করাতে এটা পাবলিসিটি স্টান্ট নয় তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ধূমকেতু'র প্রচারে ঢক্কা নিনাদই সার।
  • বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই ফের দেব-শুভশ্রী জুটিতে ফাটল।
  • 'সুপারস্টার প্রাক্তন' দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী।
Advertisement