shono
Advertisement
Dev-Subhasree

ফের রুপোলি পর্দায় দেব-শুভশ্রী, কবে মুক্তি পাচ্ছে 'দেশু'র নয়া ছবি? জানানো হল দিনক্ষণ

এদিন নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ছবির দিনক্ষণ জানিয়ে একটি বিশেষ পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে লেখা 'এই বছর দুর্গা পুজোয় ম্যাজিক তৈরি করবে 'দেশু ৭'। সঙ্গে উল্লেখ করা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ।
Published By: Arani BhattacharyaPosted: 09:13 PM Jan 16, 2026Updated: 09:15 PM Jan 16, 2026

প্রায় এক যুগ পর গত আগস্টে 'ধূমকেতু' মুক্তির আগে একসঙ্গে ধরা দিয়েছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রিয় জুটিকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস ছিল অনুরাগীদের চোখেমুখে। 'ধূমকেতু' মুক্তির পর তাঁদের মধ্যে খানিক মান অভিমানের পালা দেখা গিয়েছিল। তবে সেসব দূরে সরিয়ে রেখে বছর শুরুতেই জবর খবর দিয়েছিল 'দেশু' জুটি। আসন্ন পুজোতেই বড় পর্দায় ফিরবে দেব-শুভশ্রী তা জানিয়েছিলেন তাঁদের অনুরাগীদের। এবার জানানো হল ছবি মুক্তির দিনক্ষণ।

Advertisement

এদিন নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ছবির দিনক্ষণ জানিয়ে একটি বিশেষ পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে লেখা 'এই বছর দুর্গা পুজোয় ম্যাজিক তৈরি করবে 'দেশু ৭'। সঙ্গে উল্লেখ করা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে বড়পর্দায় পছন্দের জুটির ছবি। যা শুধু দর্শকের মনে ভালো লাগার আমেজ ছড়াবে এমনটাই নয় নস্ট্যালজিয়াতেও যে বুঁদ করবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। বলে রাখা ভালো, দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে ধরা দিয়েছিলেন 'প্রাক্তন জুটি'। বুঝিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। আর তাঁদের সেই গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট মুহূর্তে মধ্যে নিঃশেষ হয়েছিল। এবারও কি সেই পথেই হাঁটছেন তাঁরা? যদিও হাতে রয়েছে এখনও অনেকটা সময়। আর এখন থেকেই নতুন ছবির প্রচার একপ্রকার শুরু করে দিলেন তাঁরা? সঙ্গে এমনটাও অনেকের মনে হচ্ছে, ধূমকেতুর মতোই হয়তো এই ছবিরও কোনও গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে।

 

প্রেম-রোম্যান্স, অ্যাকশনে জমবে দেব-শুভশ্রীর পুজোর সিনেমা। যদিও সিনেমার নাম ঘোষণা করা হয়নি। তবে কানাঘুষো, এই ছবি ‘খাদান’ সিক্যুয়েলও হতে পারে! কারণ চলতিবারের পুজোয় দেব ‘খাদান ২’ নিয়ে আসার কথা জানিয়েছিলেন। এই নিয়ে সপ্তমবার জুটি বাঁধবেন দেব-শুভশ্রী। আর সেই ছবি যদি পুজো রিলিজ হয় তাহলে যে আবারও বক্স অফিস সুনামি হবে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement