সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কলকাতার জনপ্রিয় বৃদ্ধাশ্রম জাগৃতি ধাম এবার গাঁটছড়া বাঁধল জিভা আয়ুর্বেদের সঙ্গে। শহরে পথচলা শুরু করল নয়া আয়ুর্বেদ হাসপাতাল জিভাগ্রাম। ১০০টি শয্যাবিশিষ্ট এই আয়ুষ হাসপাতালে থাকছে পূর্ব ভারতের প্রবীণ নাগরিক এবং বাসিন্দাদের জন্য সমস্তরকম স্বাস্থ্যসেবার ব্যবস্থা।
জিভাগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগৃতি ধামের অন্যতম প্রতিষ্ঠাতা রবীন্দ্র চামারিয়া। পাশাপাশি উপস্থিত ছিলেন, জিভা আয়ুর্বেদের পরিচালক ডাঃ প্রতাপ চৌহান। অনুষ্ঠান মঞ্চে ডাঃ চৌহান বলেন, "আয়ুর্বেদ শুধু ওষুধের ব্যবস্থা নয়, এটি জীবনের দর্শন যা মানুষকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর করে তোলে।" পাশাপাশি রবীন্দ্র চামারিয়া বলেন, "জাগৃতি ধামে আমরা প্রবীণদের যত্ন, মর্যাদা এবং সুস্থতার সঙ্গে জীবনযাত্রাকে সুন্দর করে গড়ে তুলি। জিভা আয়ুর্বেদের সঙ্গে আমাদের এই যৌথভাবে পথ চলা প্রবীণদের সুস্থ্য জীবনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ।
সংস্থার দাবি, জিভাগ্রাম কেবল প্রাচীন আয়ুর্বেদের নীতির মাধ্যমে জীবনধারন নয়, বরং ভরসা রাখে আধুনিক, প্রমাণভিত্তিক পদ্ধতিতেও। দুই চিকিৎসা পদ্ধতির মেলবন্ধনে তা মূল স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করার জন্য ব্যক্তিগত চিকিৎসার ওপর জোর দেয়। প্রাকৃতিক এবং দীর্ঘমেয়াদী সমাধানের ওপর ভিত্তি করে তা বিশ্বমানের ও আরামদায়ক পরিবেশে চিকিৎসার ব্যবস্থা করে।