সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই সাফল্যের সঙ্গে 'ধুরন্ধর'-এর সঙ্গী হয়েছে বিতর্ক, সমালোচনা। সেই বিতর্কযজ্ঞে এবার ঘৃতাহূতি করল ধ্রুব রাঠির একটি বিস্ফোরক মন্তব্য। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবির ট্রেলার দেখে কড়া ভাষায় নিন্দা করেছিলেন খ্যাতনামা ইনফ্লুয়েন্সার। এবার যখন বক্স অফিসে সেই সিনেমা বিজয়রথ ছোটাচ্ছে, তখন 'প্রোপাগান্ডা' ছবির তকমা সেঁটে সিনেমার ব্যবসা বন্ধ করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ধ্রুব।
শনিবার এক্স হ্যান্ডেলে ইনফ্লুয়েন্সার লেখেন, "এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে এই ভিডিওটা দেখার পর 'ধুরন্ধর' নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে।" সেখানেই নির্মাতাদের প্রতি তোপ দেগে ধ্রুবের সংযোজন, "ওঁরা এই ভিডিওটার জন্য প্রস্তুত নন। আজ রাতেই রিলিজ করব ভিডিওটা।" সপ্তাহান্তের সন্ধেয় ইনফ্লুয়েন্সারের এই একটা পোস্ট যেন নেটভুবনে 'বোমা'র মতো কাজ করল! অধীর আগ্রহে ধ্রুব রাঠির ভিডিও দেখার অপেক্ষায় তাঁরা।
প্রসঙ্গত, এর আগে এক্স হ্যান্ডলে ধ্রুব লিখেছেন, ‘আদিত্য ধর সত্যিই বলিউডে সস্তা বিনোদনের সীমা অতিক্রম করে গিয়েছেন। তাঁর সর্বশেষ ছবির ট্রেলারে দেখানো চরম সহিংসতা, রক্তপাত এবং নির্যাতন আইসিসের মুণ্ডচ্ছেদ দেখার এবং সেটাকে ‘বিনোদন’ বলার সমতুল। অর্থের প্রতি তাঁর লোভ এতটাই অপ্রতিরোধ্য যে সে ইচ্ছাকৃত ভাবে তরুণ প্রজন্মের মনকে বিষাক্ত করছেন, অকল্পনীয় নির্যাতনকে মহিমান্বিত করছেন। সেন্সর বোর্ডের কাছে এটাই সুযোগ চুম্বন বা খোলামেলা ত্বক দেখানোর চেয়েও এটাকে বড় সমস্যা হিসেবে তুলে ধরার।’
