shono
Advertisement
B Praak

ফিরে এসেছে মৃত দ্বিতীয় সন্তান! তৃতীয় বার বাবা হয়ে আবেগে ভাসলেন বি প্রাক

২০২২ সালে বি প্রাক ও মীরা বচ্চনের ঘরে এসেছিল দ্বিতীয় সন্তান।
Published By: Arani BhattacharyaPosted: 06:33 PM Dec 20, 2025Updated: 06:33 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কণ্ঠে মোহিত বহু দর্শক। তিনি সঙ্গীতশিল্পী বি-প্রাক। 'তেরি মিট্টি', 'মানা দিল', 'রাঞ্ঝনা'-এর মতো একাধিক জনপ্রিয় গান রিয়েছে তাঁর ঝুলিতে। বর্ষশেষে নিজের অনুরাগীদের সুখবর দিলেন সঙ্গীতশিল্পী। ঘরে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হয়েছেন গায়ক। নিজের জীবনের এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় জানিয়েছেন সেই খবর।

Advertisement

শ্রীকৃষ্ণের ছবি পোস্ট করে এদিন ইনস্টাগ্রাম পোস্টে সঙ্গীতশিল্পী লেখেন, 'গত পয়লা ডিসেম্বর আমাদের ঘরে নতুন সদস্য এসেছে। পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। সবাই আমাদের আশীর্বাদ করবেন যেন আমাদের আগামী সুন্দর হয়। এ যেন 'স্পিরিচুয়াল রিবার্থ।' গায়কের ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। ঘরে নতুন সদস্যের আসার এই ঘটনাকে তবে এই সুখবর আসার আগে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। আর তাই সন্তান ঘরে আসার মতো বিষয়ের সঙ্গে জুড়েছেন আধ্যাত্মিক পুনর্জন্মের কথা। ২০২২ সালে বি প্রাক ও মীরা বচ্চনের ঘরে এসেছিল দ্বিতীয় সন্তান। তবে তাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব হয়নি। জন্মের কিছুদিন পরেই তাঁদের সেই সন্তানকে হারান মীরা ও বি প্রাক। তার নাম রেখেছিলেন ফাজ। সন্তান হারিয়ে দু'জনেই তাঁরা রীতিমতো ভেঙে পড়েছিলেন। দ্বিতীয় সন্তান হারানোর তিন বছরের মাথায় তাঁদের কোলে এল তৃতীয় সন্তান।

ফের মা-বাবা হওয়ায় খুশির আমেজ সঙ্গীতশিল্পীর পরিবারে। খুদের নাম রেখেছেন তাঁরা দ্বিজ। উল্লেখ্য, ২০১৯ সালে মীরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বি প্রাক। ২০২০ সালে তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান আদাব। ২০২২ সালে ফের মা-বাবা হওয়ার সুযোগ পেলেও সেই খুশি বেশিদিন স্থায়ী হয়নি। তবে সময়ের ফেরে আবারও তাঁদের কোল আলো করে এল খুদে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রীকৃষ্ণের ছবি পোস্ট করে এদিন ইনস্টাগ্রাম পোস্টে সঙ্গীতশিল্পী লেখেন, 'গত পয়লা ডিসেম্বর আমাদের ঘরে নতুন সদস্য এসেছে।
  • পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। সবাই আমাদের আশীর্বাদ করবেন যেন আমাদের আগামী সুন্দর হয়।
  • এ যেন 'স্পিরিচুয়াল রিবার্থ।' গায়কের ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
Advertisement