shono
Advertisement

Breaking News

Dhurandhar Box Office Collection

বক্স অফিসে আগুন ধরাল 'ধুরন্ধর', ১০০ কোটির গণ্ডি পেরতেই বিশেষ সেলিব্রেশন রণবীর-দীপিকার

বক্স অফিসে অব্যহত 'ধুরন্ধর' ঝড়। বিদেশে কোথায় উদযাপন তারকাদম্পতির?
Published By: Sandipta BhanjaPosted: 02:20 PM Dec 08, 2025Updated: 03:31 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতা, বিতর্ক পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। আর সিনেমার প্রথম তিন দিনের 'দৌড়'ই প্রমাণ করে দিল এখন ব্লকবাস্টার হওয়া শুধু সময়ের অপেক্ষা! ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকিয়ে পঁচিশের ব্লকবাস্টার ছবি 'সাইয়ারা'র রেকর্ড ভেঙেছিল। আর সেই বিজয়রথ অব্যহত রেখেই দিন তিনেকে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল 'ধুরন্ধর'। বিশেষ করে সপ্তাহান্তের বক্স অফিস অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হওয়ার সিনেবিশেষজ্ঞদের! রবিবার দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ ছিল পর্দায় 'ধুরন্ধর' ম্যাজিক দেখার জন্য। একশো কোটির বক্স অফিস মার্কশিট দেখে দেশের বাইরে বিশেষ উদযাপনে মাতলেন রণবীর-দীপিকাও।

Advertisement

স্যাকনিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন, শুক্রবার 'ধুরন্ধর' ২৮ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে শনিবার ৩২ কোটির আয় হয়েছে। আর রবিবার ছুটির দিনে বক্স অফিসের সেই গ্রাফ একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, সপ্তাহের পয়লা দিন ব্যস্ত সোমবারেও থামার নাম নেই 'ধুরন্ধর'-এর! সকাল দশটা পর্যন্ত দেড় কোটির ব্যবসা করতে পেরেছে রণবীর সিং অভিনীত সিনেমা। বেলা বাড়ার সঙ্গে আয়ের অঙ্কও যে বাড়বে, তেমন প্রত্যাশাই রয়েছে সিনেমহলে। সবমিলিয়ে দেশে ১০৪.২২ কোটির ব্যবসা করেছে 'ধুরন্ধর'। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসও আদিত্য ধর পরিচালিত সিনেমার রমারমা। ১৪০ কোটির ব্যবসা করে 'বিক্রম বেধা', 'জাট'-এর সর্বকালীন ব্যবসাকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। আর 'ধুরন্ধর' এহেন গগনচুম্বী সাফল্যের মুখ দেখতেই মুম্বই থেকে আবু ধাবির উদ্দেশে উড়ে গিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

আরব আমিরশাহিতে নিজেদের মতো করে উদযাপনে মেতেছেন দীপবীর। 'ধুরন্ধুর' যখন বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে, তখন আবু ধাবির গ্যালারিতে বসে ফর্মূলা ওয়ান রেস উপভোগ করতে দেখা গেল বলিপাড়ার তারকাদম্পতিকে। রবিবারই মুম্বই থেকে উড়ে গিয়েছেন তাঁরা। যাওয়ার আগে বিমানবন্দরে হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিয়ে কুশল মঙ্গল বিনিময় করতেও দেখা যায় তাঁদের। 'ধুরন্ধর'-এর আয়ের অঙ্কের পাশাপাশি বর্তমানে তারকাদম্পতির সেই মাখোমাখো রসায়নও নেটভুবনে চর্চার শিরোনামে।

উল্লেখ্য, রণবীরের ফিল্মিগ্রাফ দেখে প্রথমটায় সিনেবিশেজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘ধুরন্ধর’ মেরেকেটে বড়জোর ২০ কোটি টাকার ব্যবসা করবে প্রথম দিন। তবে সেই ভবিষ্যদ্বাণী উড়িয়ে আদিত্য ধর পরিচালিত সিনেমা পয়লা দিনেই আরও সাত কোটি টাকা ক্যাশবাক্সে তুলেছে। যদিও বিগবাজেট বলিউড কিংবা দক্ষিণী সিনেমার কাছে এই অঙ্ক নস্যি, তবে এই সিনেমা যে রণবীরের মন্দা ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরাতে তুরুপের তাসের মতো কাজ করল, তা বলাই বাহুল্য। কারণ দীর্ঘদিন বাদে পর্দায় রণবীর সিংয়ের একক পারফরম্যান্স। আর সেই সিনেমার হাত ধরেই অতীতের ‘পদ্মাবত’, ‘সিম্বা’র রেকর্ডও ভেঙে দিলেন রণবীর সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ কোটির গণ্ডি পেরল 'ধুরন্ধর', আবু ধাবিতে বিশেষ সেলিব্রেশনে মাতলেন রণবীর-দীপিকা।
  • সবমিলিয়ে দেশে ১০৪.২২ কোটির ব্যবসা করেছে 'ধুরন্ধর'।
  • অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসও আদিত্য ধর পরিচালিত সিনেমার রমারমা। ১৪০ কোটির ব্যবসা করেছে।
Advertisement