সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধুর' (Dhurandhar)-এর হাত ধরেই রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের 'শাপমোচন'। কোভিডকাল থেকে বক্স অফিস (Box Office) ভাঁটার যন্ত্রণায় যেন 'মলমে'র মতো কাজ করল এই সিনেমার ব্যবসা। স্বল্প দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটির ব্যবসা করার পাশাপাশি একাধিক সিনেমার রেকর্ড ভেঙেছে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধুর'। এবার মেগাবাজেট দক্ষিণী সিনেমা 'বাহুবলী'কে দুরমুশ করে হাজার কোটির গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় ব্লকবাস্টার রণবীর সিং, অক্ষয় খান্নার সিনেমা। আট বছরের ভাঁটা কাটিয়ে এই সিনেমার সুবাদেই যে 'বলিউড খিলজি'র দাপুটে প্রত্যাবর্তন ঘটল, তা বাহুল্য। আর ফিরেই বলিউডের পিচে ঝোড়ো ইনিংস শুরু করলেন রণবীর সিং।
ছবি: ইনস্টাগ্রাম
গত দু' সপ্তাহ ধরে বক্স অফিসে 'ধুরন্ধর' সুনামি অব্যাহত। আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। আর তেরো দিনেই 'ধুরন্ধর' জ্বরে কাবু গোটা দেশ তথা বিশ্ব! পঁচিশের বক্স অফিস নম্বরের নীরিখেও অনেকটা এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের 'পুষ্পা', শাহরুখ খানের 'ডাঙ্কি', এমনকী হৃতিক রোশনের 'ওয়ার'-এর আয়কে পিছনে ফেলে দিয়ে এবার 'বাহুবলী- দ্য বিগিনিং'-এর রেকর্ড দুরমুশ করল 'ধুরন্ধর'। কীভাবে? যেখানে এসএস রাজামৌলি পরিচালিত ছবি জাতীয়স্তরে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটির ব্যবসা করেছিল, সেখানে আদিত্য ধরের 'ধুরন্ধর' মাত্র ১৩ দিনেই সেই রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বক্স অফিস রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত ভারতে ৪৩৭.২৫ কোটি এবং গোটা বিশ্বে ৬৭৪.৫০ কোটির ব্যবসা করেছে রণবীর সিং অভিনীত সিনেমা। অতঃপর দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির রমরমা বাজারে এই সিনেমা যে বলিউডের হয়ে যোগ্য জবাব ছুঁড়ল, তা বলাই বাহুল্য।
প্রথম সপ্তাহে দেশে ২০৭.২৫ কোটির ব্যবসা করার পর দ্বিতীয় সপ্তাহেও 'ধুরন্ধর'-এর বিজয়রথ অব্যাহত। ২৩০ কোটি আয় করেছে এই ছবি। সবমিলিয়ে জাতীয়স্তরে প্রায় ৪৩৮ কোটির ব্যবসা করে পঁচিশের বক্স অফিসে ইতিহাস গড়ল 'ধুরন্ধর'। আর এহেন গতি বজায় থাকলে এবার হাজার কোটির ক্লাবে ঢোকা সময়ের অপেক্ষা মাত্র। এদিকে স্যাকনিক-এর রিপোর্টে প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় 'অ্যানিম্যাল'-এর পর দু' নম্বরে নাম রয়েছে 'ধুরন্ধর'-এর। উল্লেখ্য, তেইশ সালে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই রেকর্ড কি এবার ভাঙতে পারবে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'? সিনেমহলের চোখ সেদিকেই।
উল্লেখ্য, কোভিডকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে অত্যুক্তি হয় না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে ‘ডন ৩’র কাজ নিয়ে কোনও তথ্য নেই! ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’কে বড়পর্দায় তাঁর নিয়ে আসার পরিকল্পনাও বিশ বাঁও জলে। এমন আবহে রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারের গ্রাফ দেখে আবার অনেকে সন্দিহান ছিলেন যে, আদৌ এই সিনেমা ২০০ কোটির গণ্ডি পেরতে পারবে কিনা! তবে এবার বক্স অফিসের হিসেব দেখিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন অভিনেতা।
