সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিত্য ধরের পরিচালনায় 'ধুরন্ধর' ছবি মুক্তির আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে। সোমবার প্রকাশ্যে আসে যে, এই ছবি নাকি মুক্তির আগেই রেকর্ড গড়তে চলেছে। রণবীরের কেরিয়ারের সবথেকে দীর্ঘ ছবি হতে চলেছে নাকি 'ধুরন্ধর'। এবার চমকে দিল ছবির সাসপেন্সে ভরা ট্রেলার। ছবির মতোই দীর্ঘ এই ট্রেলারও। কিন্তু তারপরও তা সমস্ত অ্যাডভেঞ্চার ধরে রেখেছে।
ট্রেলারের শুরুতেই অর্জুন রাম পালকে বলতে শোনা যাচ্ছে, ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের কথা। শুধু তাই নয়, সারা ট্রেলার জুড়ে দেখা গিয়েছে অক্ষয় খান্ন, আর মাধবনের চরিত্রগুলি। তবে কে আসলে 'ধুরন্ধর'? কিংবা ছবিতে আর কী কী আসল চমক থাকবে তা কোনওভাবেই খোলসা করেননি পরিচালক আদিত্য ধর। ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের সাক্ষী থেকেছে দেশের নাগরিকরা। সেক্ষেত্রে এই ছবি বিশেষ বার্তা দেবে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই ছবির প্রথম টিজারে দেখা গিয়েছিল রণবীরকে এক্কেবারে অন্য অবতারে। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা গিয়েছিল তাঁকে। এরূপে রণবীরকে দেখে অনেকেরই মনে পড়েছে তাঁর অভিনীত ‘আলাউদ্দিন খিলজি’ চরিত্রের কথা। রণবীরের রাফ অ্যান্ড টাফ লুক, সঙ্গে তাঁর বলা সংলাপ ও আবহ মিলে এক আলাদা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করেছিল। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। তবে রণবীরের পাশাপাশি ফার্স্ট লুকের প্রচারঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তাঁরা।
