সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার বদলা 'অপারেশন সিঁদুর'। বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদীদের বন্দুকের গুলিতে ঝাঁজরা হয়েছে একাধিক নিরীহ প্রাণ। আর সেই ভয়াবহ জঙ্গিহামলার জবাবের নাম ভারতের 'অপারেশন সিঁদুর'। দেশের উত্তপ্ত আবহে বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা সমস্বরে দেশের সেনাবাহিনীর জয়গান গাইলেও সেসময়ে বচ্চন পরিবারকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি সেভাবে। এবার অপারেশন সিঁদুর আবহে ঐশ্বর্য রাই বচ্চন কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় সিঁথি রাঙিয়ে যেতেই নেটপাড়ায় নতুন কৌতূহল- তাহলে কি ভারত সরকারের সংশ্লিষ্ট পদক্ষেপকে সম্মান জানাতেই সিঁদুরে সিঁথি রাঙিয়েছেন বচ্চনবধূ?
বুধবার রাত থেকেই ঐশ্বর্যর কান লুক নিয়ে সরগরম নেটপাড়া। পরনে দুধসাদা ও সোনালি-রুপোলি জরির মিশেলে মনীশ মালহোত্রার তৈরি ডিজাইনার বেনারসি শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও রাজকীয় রূপে ঐশ্বর্য রাই বচ্চন। তবে এবার সাজপোশাকের থেকেও অন্য কারণে বচ্চনদের বউমাকে নিয়ে চর্চা জারি। সেটা হল তাঁর মাথা ভর্তি সিঁদুর। প্রথমত, বিশ্বমঞ্চে স্বামীর মঙ্গলকামনায় ভারতীয় নারীদের সিঁদুর পরার ঐতিহ্যকে তুলে ধরে অভিষেক বচ্চনের সঙ্গে ডিভোর্সের জল্পনায় জল ঢেলেছেন তিনি। আর দ্বিতীয়ত, দেশে অপারেশন সিঁদুর আবহে কান-এর কার্পেটেও ট্রেন্ডিং ট্র্যাডিশনাল ভারতীয়বধূর সিঁদুরে লুক। যে লুকের জন্য অদিতি রায় হায়দরিও বর্তমানে চর্চার শিরোনামে। লাল গালিচায় ঐশ্বর্যকে দেখার পরও অনুরাগীদের সেই এক কৌতূহল।
বচ্চনবধূর কান লুকের ছবি ভাইরাল হতেই নেটপাড়ার একাংশের মত, দেশে অপারেশন সিঁদুর আবহে আর পাঁচজন তারকা যখন পশ্চিমী পোশাকে ফ্রেঞ্চ রিভেরাঁ মাতাচ্ছেন, তখন সিঁদুরে সিঁথি রাঙিয়ে অনন্যা ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের অনুমান, উত্তপ্ত আবহে কতিপয় শব্দ খরচ না করে হয়তো দেশের হয়ে বার্তা দিতেই ব্রহ্মাণ্ডসুন্দরীর এমন সাজ। এককথায়, ভারতীয় নারীর ঐতিহ্যকে বিদেশের মার্টিতে গর্বের সঙ্গে মেলে ধরায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। কারও মন্তব্য, 'অপারেশন সিঁদুরের প্রতিনিধিত্ব করছেন।' আবার কারও মত, 'অপারেশন সিঁদুরকে উৎসর্গ করেই তাঁর এমন লুক।' প্রকৃতঅর্থে সুন্দরী। কেউ বা বলছেন, 'এই জন্যই ঐশ্বর্য রাইবচ্চনকে ভালো লাগে। ওঁর জন্য গর্ব হয়। চারদিকে এত ঘৃণা সত্ত্বেও উনি আগের মতোই শক্তিশালী বার্তা দিয়ে গেলেন। তাও অপারেশন সিঁদুরের আবহে সিঁদুর পরে।' এককথায়স, অভিনেত্রীর কান লুক নিয়ে চর্চার অন্ত নেই।
