shono
Advertisement
Akshay Kumar

'কেশরী ২' ছবির জন্য বিশাল পারিশ্রমিক হাঁকিয়েছেন অক্ষয়! প্রশ্ন এড়াতে কী বললেন অভিনেতা?

১৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'কেশরী ২' ছবিটি।
Published By: Manasi NathPosted: 01:21 PM Apr 18, 2025Updated: 02:10 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় জালিয়ানওয়ালা বাগের স্মৃতি ফেরাল অক্ষয় কুমার অভিনীত 'কেশরী ২'। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অবলম্বনে সিনেমা তৈরির কথা বছর চারেক আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। সেই ছবি ১৮ এপ্রিল মুক্তি পেল। ছবিতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে সি শংকরণ নায়ারের ভূমিকায়, যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তবে শুধুই যে দেশাত্মবোধের পালে হাওয়া দিতে এই ধরণের ছবিতে অভিনয় করেন অক্ষয় বিষয়টা একেবারেই বোধহয় তা নয়। এর পিছনে থাকে ব্যবসায়িক মুনাফা লাভের অঙ্কও। শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করতেও নাকি বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়। প্রসঙ্গটি সামনে আসতেই অভিনেতা অবশ্য শুনিয়েছেন ছবির আয়ের লভ্যাংশের গল্প। 

Advertisement

ফোর্বস ম্যাগাজিনের একটি রিপোর্টে প্রকাশিত, বলি তারকা অক্ষয় কুমার নাকি বর্তামানে ছবিপিছু ৬০ থেকে ১৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকেন। ছবির বাজেট অনুযায়ী তা অবশ্য বাড়ে কমে। অধিকাংশ ক্ষেত্রেই অভিনেতা ছবির আয়ের লভ্যাংশ নিয়ে থাকেন। 'কেশরী ২'-এর ক্ষেত্রেও নাকি তেমনটাই দাবি করেছেন অক্ষয়।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অক্ষয় সংবাদমাধ্যমের কাছে অক্ষয় দাবি করেন, "বর্তমানে কোন ছবিতে কাজ করার সময় আমরা আর পারিশ্রমিক দাবি করি না। বদলে আয়ের লভ্যাংশ নেওয়ার কথা জানাই। ছবি যদি সফল হয় তাহলে আমরা
পারিশ্রমিক হিসাবে ছবির আয়ের একটা অংশ দাবি করি। কিন্তু ছবি যদি ব্যর্থ হয় তাহলে আমরা কোনও অর্থই পাই না।" যদিও সূত্রের খবর, 'স্কাই ফোর্স' ছবির জন্য অভিনেতা ৭০ কোটি পারিশ্রমিক দাবি করেন । আবার 'ছোটে মিঁঞা বড়ে মিঁঞা'র জন্য তিনি পেয়েছিলেন ৮০ কোটি। তবে 'কেশরী ২' ছবির জন্য কত পারিশ্রমিক পেলে অক্ষয়, সেটা স্পষ্ট নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্দায় জালিয়ানওয়ালা বাগের স্মৃতি ফেরাল অক্ষয় কুমার অভিনীত 'কেশরী ২'।
  • শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করতে নাকি বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়।
  • প্রসঙ্গটি সামনে আসতেই অভিনেতা শুনিয়েছেন অবশ্য একবারে অন্য কথা।
Advertisement