shono
Advertisement
Govinda

গায়ে নীল রং মেখে সোজা হলিউডে? গোবিন্দার 'অবতার'-এ তুমুল শোরগোল

'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' মুক্তির আবহে চর্চায় গোবিন্দা।
Published By: Sandipta BhanjaPosted: 06:23 PM Dec 23, 2025Updated: 06:23 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা জানান, খ্যাতনামা হলিউড পরিচালক জেমস ক্যামেরন নাকি 'অবতার' ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। গোবিন্দার সেই বিস্ফোরক দাবি নিয়ে কম চর্চা হয়নি নেটভুবনে! অনেকে প্রমাণ চেয়ে বসেছিলেন, সত্যিই তিনি হলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি 'অবতার'-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কিনা? সেই অতীত বিতর্ক উসকে দিয়েই বর্তমানে সোশাল পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে গোবিন্দার একটি ভিডিও। যেখানে 'নভি'র ভূমিকায় রংচঙে পোশাকে, মুচমুচে সংলাপ আওড়াতে দেখা গেল বলিউড অভিনেতাকে। সত্যিই কি তাহলে 'অবতার'-এর হাত ধরে পশ্চিমী বিনোদুনিয়ায় শিকে ছিঁড়লেন গোবিন্দা?

Advertisement

এক দৃশ্যে দেখা যাচ্ছে, নীলাভ রঙে নিজেকে রাঙিয়ে গোবিন্দা আড্ডা দিচ্ছেন, 'মুম্বইয়া' টানে সংলাপ বলছেন। আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে 'অবতার'-এর আসল চরিত্র 'জেক সালি' ও তার পরিবার! নেটভুবনে ভাইরাল হওয়া গোবিন্দার এহেন একাধিক ভিডিও বর্তমানে কৌতূহলের পারদ চড়িয়েছে। আসলে যেসব ভিডিও নিয়ে এত হইচই, জানা গেল সেগুলি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি। অর্থাৎ 'এআই' দিয়ে তৈরি। অতঃপর গোবিন্দা যে 'অবতার'-এ অভিনয় করেননি কিংবা এই সিনেমার সুবাদে হলিউডে পা রাখেননি, তা স্পষ্ট। কিন্তু আচমকাই কেন গোবিন্দার 'অবতার' ভিডিও এভাবে ছড়িয়ে পড়ল? জানা গেল, বছরখানেক আগে গোবিন্দা 'অবতার'-এ অভিনয় করা নিয়ে যে দাবি তুলেছিলেন, তার জেরেই নিন্দুকদের 'ষড়যন্ত্রে' এআইয়ের গেরোয় পড়তে হয়েছে গোবিন্দাকে।

ঠিক কী বলেছিলেন অভিনেতা? গোবিন্দা এক সাক্ষাৎকারে জানান, "আমেরিকায় এক সর্দারজির সঙ্গে দেখা করে তাকে ব্যবসার বুদ্ধি দিয়েছিলাম। কয়েক বছর পর, তিনিই আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করান। শুধু তাই নয়, হলিউড পরিচালকের সঙ্গে একটি সিনেমায় কাজ করার জন্যেও জোরাজুরি করেছিলেন। তাই আমি একদিন নৈশভোজে ওদের আমন্ত্রণ জানাই। সেখানেই কথাপ্রসঙ্গে জেমস ক্যামেরন আমাকে একটি বিশেষভাবে সক্ষম চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। ৪১০ দিনের শুটিংয়ের জন্যে আমাকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক দেবেন বলেও জানান তিনি। কিন্তু আমি সেটা নাকচ করে দিয়ে বলি, গায়ে নীল রং মাখলে তো হাসপাতালে যেতে হবে।" সাক্ষাৎকারের এই অংশটুকুর জন্য বেধড়ক ট্রোলড হতে হয়েছিল গোবিন্দাকে। এবার 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' মুক্তির আবহে ফের চর্চায় বলিউড অভিনেতা। এআইয়ের কারসাজিতে নিন্দুকরাই তাঁকে নতুন 'অবতার' দিয়ে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমানে সোশাল পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে গোবিন্দার একটি ভিডিও।
  • যেখানে 'নভি'র ভূমিকায় রংচঙে পোশাকে, মুচমুচে সংলাপ আওড়াতে দেখা গেল বলিউড অভিনেতাকে।
  • সত্যিই কি তাহলে 'অবতার'-এর হাত ধরে পশ্চিমী বিনোদুনিয়ায় শিকে ছিঁড়লেন গোবিন্দা?
Advertisement