shono
Advertisement
Jeet-Pratim

নতুন বছরে প্রতিমের সঙ্গে যুগলবন্দি জিতের, 'বৈরাগী' হয়ে খুঁজছেন নতুন মুখ

কেন নতুন মুখে ভরসা রাখছেন পরিচালক?
Published By: Arani BhattacharyaPosted: 01:45 PM Jan 01, 2026Updated: 01:45 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিম ডি গুপ্তের ছবি মানেই তা যে সুস্বাদু হবে তা বলাই বাহুল্য। তাঁর ছবির নামেই থাকে এক আলাদা স্বাদ-গন্ধ। সেই ছবিতে রান্নাবান্নার ছোঁয়া থাকলে তো কোনও কথাই নেই। যদি অন্য ঘরানার ছবি হয় তাতেও সমস্ত বিনোদনমূলক উপাদান রাখতে ভোলেন না তিনি। ২০২৫ সালের শেষে মুক্তি পেয়েছিল প্রতিম ডি গুপ্তের 'রান্নাবাটি' ও সিরিজ 'কার্মা কোর্মা'। এ বার নতুন ছবি নিয়ে ফিরতে চলেছেন পরিচালক। প্রতিমের নতুন এই ছবির নাম 'বৈরাগী'। যা মুক্তি পাবে এই বছরের দ্বিতীয় ভাগেই। তবে শুটিং শুরু করার আগে পুরোদস্তুর নতুন মুখের সন্ধানে ময়দানে প্রতিম। উল্লেখ্য এই ছবির হাত ধরেই সুপারস্টার জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন ছবি তৈরি করবেন প্রতিম। 

Advertisement

শোনা যাচ্ছে, প্রতিমের এই নতুন ছবি হতে চলেছে পুরোদস্তুর প্রেমের ছবি। তবে চেনা কোনও মুখ নয়, নতুন এই ছবির জন্য নতুন মুখ খুঁজছেন পরিচালক ও ছবির টিম। কলকাতার বুকে অডিশনের মাধ্যমে এই ছবির নায়ক-নায়িকা বেছে নেওয়া হবে। কেন নতুন মুখে ভরসা রাখছেন পরিচালক? এই নিয়ে প্রতিম বলছেন, "প্রতিটি প্রজন্মেরই নিজস্ব একজন নায়ক বা নায়িকা থাকা খুব প্রয়োজন। যেমন ধরুন দেব বা জিত। তাঁরা একটা প্রজন্মের কাছে প্রেমের সংজ্ঞাই বদলে দিয়েছেন। ঠিক সেভাবেই রোম্যান্সের ভাষা বদলাতে চাইছি আমরা এই ছবিতেও। একটা নতুন 'স্পার্ক' চাইছি।"

উল্লেখ্য, 'রান্নাবাটি' ছবি পরিচালক প্রদীপ কুমার নন্দীর সঙ্গে ফের একসঙ্গে কাজ করছেন নতুন এই ছবিতে পরিচালক প্রতিম দি গুপ্ত। সঙ্গে থাকছে জিতের প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে যে, এই ছবিতে একটা বড় ভূমিকা নেবে গান। অনুমান জিরা যাচ্ছে যে, প্রতিমের নতুন ছবি 'বৈরাগী' একটি মিউজিক্যাল লাভ স্টোরি হতে চলেছে। তবে এই প্রজন্মের জন্য যে এই ছবি প্রেমের এক অন্য সংজ্ঞা বুনবে এমনই আশা রাখছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিম ডি গুপ্তের ছবি মানেই তা যে সুস্বাদু হবে তা বলাই বাহুল্য। তাঁর ছবির নামেই থাকে এক আলাদা স্বাদ-গন্ধ।
  • প্রতিমের নতুন এই ছবির নাম 'বৈরাগী'। যা মুক্তি পাবে এই বছরের দ্বিতীয় ভাগেই।
  • তবে শুটিং শুরু করার আগে পুরোদস্তুর নতুন মুখের সন্ধানে ময়দানে প্রতিম।
Advertisement