shono
Advertisement
New Year-Celeb

কেউ মজে রাতপার্টিতে, কারও সঙ্গী পরিবার-প্রিয়জন, নতুন বছরকে কীভাবে স্বাগত জানালেন তারকারা?

নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারকারা।
Published By: Arani BhattacharyaPosted: 12:39 PM Jan 01, 2026Updated: 12:52 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা রাত বারোটার ঘর ছুঁতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনোদুনিয়ার তারকারা। টলিউড থেকে বলিউড, কেউ মজেছে পরিবারের সঙ্গে সেলিব্রেশনে। কেউ আবার মনের মানুষের সঙ্গে মেতে উঠেছেন রাতপার্টিতে। কারও আবার মাতৃত্বের পর প্রথম নতুন বছরে পা রাখা। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা কীভাবে করলেন বিনোদুনিয়ার তারকারা তার আভাস মিলছে তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই। কীভাবে সেলিব্রেট করলেন তাঁরা?

Advertisement

 

মাতৃত্বের পর প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানান অভিনেত্রী। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই একগুচ্ছ ছবি।

মা, অভিনেতা-স্বামী রাতুল মুখোপাধ্যায় ও পরিবার-প্রিয়জনেদের সঙ্গে নতুন বছরের স্বাগত জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই সেলিব্রেশনের ছবি।

 

২০২৫ সালে নবাব পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে সে কথাই ব্যক্ত করেছেন করিনা। লিখেছেন, '২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।'

 

বাবাকে স্মরণ করে নতুন বছরে পা রেখেছেন দেওলকন্যা এষা দেওল। আকাশের দিকে তাকিয়ে তোলা দু'টি ছবি পোস্ট করেছেন এষা। আর সেই ছবিতেই লিখেছেন তিনি, 'লাভ ইউ পাপা'। ক্যাপশনে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ সালে নবাব পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়।
  • নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে সে কথাই ব্যক্ত করেছেন করিনা।
  • বাবাকে স্মরণ করে নতুন বছরে পা রেখেছেন দেওলকন্যা এষা দেওল।
Advertisement