সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুই আগের ঘটনা। হিন্ধু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে বলিউডের অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে আক্রমণ চালায় গোল্ডি ব্রার গ্যাং। ক্রমাগত গুলি চালানো হয় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে। বরাতজোরে প্রাণে বেঁচে যান অভিনেত্রীর বাবা জগদীশ সিং পাটানি। ওই ঘটনার পর অভিনেত্রীর পরিবারকে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেমন কথা, তেমন কাজ। পাঁচদিনের মাথায় এনকাউন্টারে শেষ করা হয় ২ অভিযুক্তকে। এবার দিশার বাবার নিরাপত্তার কথা ভেবে আরও বড় পদক্ষেপ করল যোগী সরকার।
জানা যাচ্ছে, দিশার বাবা জগদীশ পাটানির সুরক্ষার কথা ভেবে তাঁকে বন্দুক রাখার লাইসেন্স দিল যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। শোনা যাচ্ছে, তাঁর বরেলি জেলা প্রশাসনের তরফে তাঁকে বন্দুকের লাইসেন্স দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, বরেলির বাড়িতে গুলিবর্ষণের পর নাকি আত্মরক্ষার কথা ভেবে নিজের কাছে বন্দুক রাখার আবেদন জানিয়েছিলেন দিশার বাবা। এরপরই প্রশাসনের তরফে এই পদক্ষেপ করা হয়।
এই ঘটনার পর দিশার বাবা জগদীশ বলেছিলেন, “বরাতজোরে রক্ষা পেয়েছি। আর একটু হলেই বড় বিপদ হতে পারত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে ওরা। একটুর জন্য আমার গায়ে লাগেনি। আমার পোষ্য সেদিন হঠাৎ ডাকতে শুরু করায় আমি সতর্ক হয়ে যাই। সেইজন্যই গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছি। নইলে আমার গায়েও গুলি লাগত।” ঘটনার পর ১৪ সেপ্টেম্বর গভীর রাতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নেন। শুধু তাই নয়, দিশা পাটানির পরিবারের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেন সেই মুহুর্তে।
