shono
Advertisement
Khushboo Patani

অনাথ শিশুকে উদ্ধার দিশা পাটানির বোনের, 'ঈশ্বরের দূত'কে কুর্নিশ নেটিজেনদের

সোশাল মিডিয়ায় নিজেই শিশুকে উদ্ধারের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
Published By: Sayani SenPosted: 06:07 PM Apr 20, 2025Updated: 08:05 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে একটি শিশু। তার হাত, পা, মুখ ধুলোয় ভরা। ওই শিশুকে উদ্ধার করলেন অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু। সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

Advertisement

খুশবু নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি পরিত্যক্ত ঘরে শিশু পড়ে রয়েছে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বরেলি। ওই পরিত্যক্ত ঘরটি খুশবুর বাড়ির কাছেই। সেখানেই তড়িঘড়ি পৌঁছে বুকে আগলে শিশুটি উদ্ধার করেন। খুশবুকে দেখে কাঁদতে শুরু করে শিশুটি। তাকে কোলে নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন খুশবু। কেউ ওই শিশুটির পরিচয় জানা কিনা, কেউ তার বাবা-মাকে চেনেন কিনা - প্রশ্ন করতে থাকেন। যদিও শেষমেশ শিশুর নাম, পরিচয় কিছুই জানতে পারেননি খুশবু। ভিডিওর শেষে শিশুর পরিচয় জানলে তা প্রকাশ্যে আনার আর্জিও জানান।

এই ভিডিওটি সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়। সকলেই খুশবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। নেটিজেনদের একাংশ তাঁকে 'দেবদূতে'র সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, "দয়া করে এভাবেই কন্যাসন্তানদের রক্ষা করুন।" কেউ আবার এমন মহান কাজের জন্য খুশবুর শুভকামনা করেন। অভিনেত্রী ভূমি পেডনেকর খুশবুর পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, "ভগবান তোমার এবং শিশুকন্যারও ভালো করুন।" বলে রাখা ভালো, সম্পর্কে দিশা পাটানির বোন খুশবু। সোশাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত তিনি। এমন মহৎ কাজ যে তাঁকে আরও পরিচিতি দিয়েছে, তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে একটি শিশু। তার হাত, পা, মুখ ধুলোয় ভরা।
  • ওই শিশুকে উদ্ধার করলেন অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু।
  • সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
Advertisement