সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান আর পুরীর পর এবার একেনবাবুর গন্তব্য বেনারস। বাপি আর প্রমথকে সঙ্গে নিয়ে এবার সেখানেই রহস্যের জট খুলবেন একেনবাবু- এ খবর আগেই জানা গিয়েছিল। আগামী ১৫ মে বড়পর্দায় আবার ফিরবেন একেনবাবু। এবার তার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
Advertisement
'দ্য একেন- বেনারসে বিভীষিকা' একেন সিরিজের আগামী ছবি। প্রযোজনায় হইচই স্টুডিও। সেই ছবির কাজে সম্প্রতি গোটা টিম নিয়ে বেনারসে পৌঁছে গিয়েছেন পরিচালকমশাই। মহরৎ সেরে শুরু করে দিয়েছেন ছবির শুটিংয়ের কাজ।
