shono
Advertisement
Aryan Khan

'বাবাকে উৎসর্গ করব না', জীবনের প্রথম পুরস্কার হাতে নিয়ে কেন এমন বললেন আরিয়ান?

বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আরিয়ান।
Published By: Arani BhattacharyaPosted: 12:21 PM Dec 21, 2025Updated: 05:47 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদশাপুত্র বলে কথা। আর তাই জীবনের প্রথম পুরস্কার নেওয়ার মুহূর্তেও যেন খানিক বাবার ছায়াই দেখতে পেলেন দর্শক-অনুরাগীরা। কথা হচ্ছে বাদশাপুত্র আরিয়ান খানের (Aryan Khan)। শুক্রবার একটি অ্যাওয়ার্ড সেরিমনির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেখানেই দেখা যায় জীবনের অ্যাওয়ার্ড হাতে নিয়ে আরিয়ানকে। বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আরিয়ান। মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান। কিন্তু কেন?

Advertisement

জীবনের প্রথম পুরস্কার হাতে নিয়ে আরিয়ান বলেন, "আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা আমার বাবাকে নয়, বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কারণ আমার মা আমাকে ছোট থেকে বলত, তাড়াতাড়ি শুয়ে পড়। কাউকে কখনও খারাপ কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকো। আর আজ এসবই নিজের প্রথম ছবিতে প্রয়োগ করতে পেরে আমি জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।"

 

আরিয়ানের এই কথা শুনে দর্শকাসনে বসে থাকা প্রত্যেকে রীতিমতো হেসে ওঠেন। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ 'ব্যাডস অফ বলিউড'। যা স্ট্রিমিং শুরুর পরই যথেষ্ট জনপ্রিয়তা পায়। মুক্তির মাত্র ২ সপ্তাহেই গোটা বিশ্বে অ-ইংরেজি শো হিসেবে পাঁচ নম্বরে নাম তোলে ‘ব্যাডস অফ বলিউড’। ১৪ টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশে সব সিরিজকে পিছনে ফেলে দিয়েছিল এই সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান।
  • জীবনের প্রথম পুরস্কার হাতে নিয়ে আরিয়ান বলেন, "আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি।"
  • চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ 'ব্যাডস অফ বলিউড'।
Advertisement