shono
Advertisement
Danish Kaneria Hrithik Roshan

'হৃতিকের অনুষ্ঠানে হিন্দু দেবদেবীর অপমান! হাজির নিষিদ্ধ খলিস্তানিরাও', বিস্ফোরক পাক ক্রিকেটার

পহেলগাঁও আবহে সুপারস্টারের শো নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন দানিশ কানেরিয়া।
Published By: Sandipta BhanjaPosted: 04:39 PM Apr 29, 2025Updated: 04:39 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হৃতিক রোশনের শো ঘিরে একের পর এক বিতর্ক। দিন কয়েক আগেই ডল্লাসের অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিটের জন্য মঞ্চে দেখা দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। অভিযোগ উঠেছিল, দেড় লাখি টিকিট কিনেও উদ্যোক্তাদের প্রতিশ্রুতিমাফিক হৃতিকের ধারে-কাছে ঘেঁষতে পারেননি দর্শক-অনুরাগীরা! তার জন্য অবশ্য ডল্লাসের 'রঙ্গোৎসব' অনুষ্ঠানের আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন দর্শকরা। এবার পহেলগাঁও আবহে সেই শো নিয়েই একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

Advertisement

কানেরিয়ার অভিযোগ, হৃতিক যে অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সেখানে উগ্রপন্থী এবং খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাদের ভারত সরকার আগেই 'ব্ল্যাক লিস্টেড' করে দিয়েছে। এখানেই অবশ্য থামেননি পাকিস্তানের ক্রিকেটার! তাঁর দাবি, ওই অনুষ্ঠান চলাকালীন ওখানে গোমাংসের পদ দিয়ে একটি পার্টির আয়োজনও হয়েছিল। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীদের প্রকাশ্যেই অসম্মান করা হয়েছে, ইতিমধ্যেই য়ার বিরোধিতা করেছেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের একাংশ। এক্স হ্যান্ডেলে কানেরিয়া লেখেন, "ভারত সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত হওয়া খালিস্তানিদের সঙ্গে পারফর্ম করেছেন হৃতিক রোশন।" এছাড়াও গোমাংস ভক্ষণ এবং হিন্দু দেবতাদের অপমানের অভিযোগ এনেছেন তিনি বলিউড সুপারস্টারের শোয়ের উদ্যোক্তাদের বিরুদ্ধে। আগামী মাসেই এই সংস্থার সঙ্গে শানের একটি অনুষ্ঠান রয়েছে, সেকথা উল্লেখ করেও গায়ককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দানিশ কানেরিয়া।

এর আগেও হৃতিকের শো ঘিরে এই একই অভিযোগ তুলেছিলেন কলমচি বিবেক বনসাল। হিউস্টনের 'রঙ্গোৎসব' অনুষ্ঠানের নানা মুহূর্ত এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি লিখেছিলেন, 'রামনবমী উপলক্ষে মার্কিন মুলুকে হৃতিকের শো করা নিয়ে আপত্তি নেই। তবে হোলি উদযাপনের মুখোশ পরিয়ে তার অন্তরালে ওই অনুষ্ঠানে যেভাবে মদ-মাংস বিক্রি করা হয়েছে, সেটা লজ্জার বিষয়।' বনসালের এহেন পোস্টের পরই নেটপাড়াজুড়ে বিতর্কের ঝড় শুরু হয়। এবার পহেলগাঁও আবহে যখন পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতবাসীর একাংশের মনে ক্ষোভ সঞ্চার হয়েছে, তখন দানিশের এমন অভিযোগ নিয়ে আবারও সরগরম নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও আবহে হৃতিক রোশনের শো নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।
  • কানেরিয়ার অভিযোগ, হৃতিক যে অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সেখানে উগ্রপন্থী এবং খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Advertisement