shono
Advertisement
Fatima Sana Shaikh

'সব কিছু করতে রাজি তো?' কাস্টিং কাউচের ফাঁদে পড়েছিলেন 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখও!

ঠিক কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল, বিশদে জানিয়েছেন অভিনেত্রী।
Published By: Biswadip DeyPosted: 02:35 PM Jan 28, 2025Updated: 02:35 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টিং কাউচ। সাম্প্রতিক সময়ে বারবার বিনোদন দুনিয়ায় বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছে যে অভিযোগ ঘিরে। এবার সেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখ। দক্ষিণী ছবির দুনিয়ায় কীভাবে তাঁকে এই ধরনের 'ফাঁদে' ফেলার চেষ্টা হয়েছে সেই নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Advertisement

এক বিনোদন ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় ফতিমা দাবি করেছেন, একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার সময় তাঁকে এমন সব কথা শুনতে হয়েছিল যা ছিল রীতিমতো অস্বস্তিদায়ক। তিনি বলছেন, ''উনি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!''

সেই সঙ্গেই হায়দরাবাদে এক প্রযোজকের সঙ্গে কথোপথনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ফতিমা। তাঁর কথায়, ''ওই প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে।'' তখনও বলিউডে পা রাখেননি অভিনেত্রী। ভেবেছিলেন দক্ষিণী এই ছবির মাধ্যমেই ছবির জগতে প্রবেশ করবেন। কিন্তু প্রযোজকের এমন আচরণে তাঁর মন ভেঙে যায়। ফতিমা বলছেন, ''ওঁরা সরাসরি বলতেন না। কিন্তু ঘুরিয়ে নানা প্রস্তাব দেওয়া হত। মেলামেশা করতে হবে, এটা-ওটা করতে হবে এই সব।''

উল্লেখ্য, গত বছর প্রকাশিত হয় হেমা কমিটির রিপোর্ট। মালয়ালি ছবির জগতে মহিলাদের কেমন সমস্যার মধ্যে কাজ করতে হয় তার উপরে তৈরি হয়েছে ওই রিপোর্ট। যেখানে শিল্পীদের উপরে হতে থাকা যৌন হেনস্তার বিবরণে শিহরিত সকলে। পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের কোপে পড়ার অভিজ্ঞতা এর আগে প্রথম সারির অনেক অভিনেত্রীর কাছ থেকেই শোনা গিয়েছে। এবার মুখ খুললেন ফতিমাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখ।
  • দক্ষিণী ছবির দুনিয়ায় কীভাবে তাঁকে এই ধরনের 'ফাঁদে' ফেলার চেষ্টা হয়েছে সেই নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
  • এর আগে বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের কোপে পড়ার অভিজ্ঞতা এর আগে প্রথম সারির অনেক অভিনেত্রীর কাছ থেকেই শোনা গিয়েছে।
Advertisement