shono
Advertisement

Breaking News

ফিল্মফেয়ারের মঞ্চে সেরা আলিয়া, রাজকুমার, শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ, দেখুন জয়ীদের তালিকা

কে হলেন সেরা পরিচালক?
Posted: 01:01 PM Apr 28, 2023Updated: 02:26 PM Apr 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে হয়ে গেল এ বছরের ফিল্ম ফেয়ার পুরস্কার প্রদানের অনুষ্ঠান। এবারের ফিল্ম ফেয়ারের সবচেয়ে বড় চমক ছিল সলমন খানের জমজমাট সঞ্চালনা। বলিউডের তারকা খচিত এই সন্ধে ছিল জাঁকজমকপূর্ণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রায় সবাই। ২০২২ সালের সেরা ছবিগুলো জন্যই পুরস্কার দেওয়া হল। দেখে নিন বিজেতাদের তালিকা।

Advertisement

 

[আরও পড়ুন: জিয়া খান মৃত্যু মামলার রায় আজ, সূরজ কি নির্দোষ?]

সেরা ছবি- গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
বেস্ট ছবি (ক্রিটিক)- বাধাই দো
সেরা অভিনেতা- রাজকুমার রাও (বাধাই দো)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা অভিনেতা (ক্রিটিক)- সঞ্জয় মিশ্র (বধ)
সেরা অভিনেত্রী (ক্রিটিক)- টাব্বু (ভুল ভুলাইয়া)
ভূমি পেডনেকর (বাধাই দো)

সেরা পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সহ-অভিনেতা- অনিল কাপুর (যুগযুগ জিও)
সেরা সহ-অভিনেত্রী- শিবা চাড্ডা (বাধাই দো)

লাইফটাইম অ্যাচিভমেন্ট- প্রেম চোপড়া
সেরা সংগীত- প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা গায়ক- অরিজিৎ সিং (কেসরিয়া )
সেরা গায়িকা- কবিতা শেঠ (রঙ্গিসারি)
সেরা সিনেম্যাটোগ্রাফি – সুদীপ চট্টোপাধ্যায়, (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

[আরও পড়ুন: শিশু অপহরণের গল্পে শ্রাবন্তী-জিতু জুটি, প্রকাশ্যে ‘বাবুসোনা’র লুক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement