shono
Advertisement
Boycott Turkey

'পাকিস্তানের বন্ধু তুরস্কে শুটিং বন্ধ করুন', 'গদ্দার দেশ'কে বয়কটের ডাক বলিউড সংগঠনের

তুরস্কের বিরুদ্ধে গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
Published By: Sandipta BhanjaPosted: 07:11 PM May 14, 2025Updated: 07:11 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দুর্দিনের বন্ধু' ভারতকে ভুলে পাকিস্তানের পাশে তুরস্ক। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতে প্রকাশ্যে এল তুরস্কের 'গদ্দারি'। ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানে সেনাও পাঠিয়েছিল তারা। এমনকী অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের হামলায় মৃত্যু হয় তুরস্কের ২ সেনা আধিকারিকের। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই দু' মুখো সাপ তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের পাশাপাশি বিশ্বাসঘাতক দেশকে বয়কটের দাবি তুলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। তুরস্ককে নিষিদ্ধ করার সায় দিয়ে এবার গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।

Advertisement

ভারতীয় বিনোদুনিয়ার অন্যতম অভিভাবক সংগঠনের কড়া হুঁশিয়ারি, তুরস্কে গিয়ে শুটিং বন্ধ করুন। ঠিক যে কারণে গেরোয় পড়েছে আমির খানের নতুন ছবি 'সিতারে জমিন পর'। তুরস্কে 'লাল সিং চাড্ডা'র শুটিং করতে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে সখ্যতা দেখানোর জেরেই এবার বিপাকে পড়তে হয়েছে আমির খানকে। নেটপাড়ায় 'সিতারে জমিন পর' সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এমন আবহেই FWICE সংগঠনের তরফে শুটিং লোকেশন হিসেবে তুরস্ককে বয়কট করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ মত, মাতৃভূমি আগে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে যে দেশ বন্ধু ভারতের কথা ভুলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে, সে দেশে ভারতীয় ছবির শুটিং নয়।

FWICE সংগঠনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কলাকুশলী, শিল্পী সহযোগে আরও ৩৬টি বিভাগের প্রতিনিধি হিসেবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ভারতীয় পরিচালক, প্রযোজকদের কাছে আর্জি জানাচ্ছে, তাঁরা যেন কোনওভাবেই তুরস্ককে শুটের লোকেশন হিসেবে বেছে না নেন। কারণ সে দেশ এমন সংঘাতের আবহে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে দেশ আগে। সাম্প্রতিক ঘটনাবলী এবং পাকিস্তানের প্রতি তুরস্কের ধারাবাহিক বন্ধুত্বপূর্ণ অবস্থান দেখে আমাদের মনে হয়েছে, তুরস্কে কোনওরকম বিনিয়োগ কিংবা এমন কোনও কাজ না করাই ভালো যাতে সে দেশ লাভবান হয়। সেদেশে ভারতীয়দের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে FWICE। যতদিন না তুরস্কের কূটনৈতিক মতাদর্শ পরিবর্তন হচ্ছে, ততদিন নিজের দেশের সম্মানের কথা মাথায় রেখে ওদের দেশে কোনও শুটিং নয়। এদিকে তুরস্কে ঘুরতে যাওয়ার বিরোধিতা করে পোস্ট করেছেন রুপালি গঙ্গোপাধ্যায়ও। তাঁর আর্জি, তুরস্ককে একদম বয়কট করুন। ওখানকার টিকিট ক্যানসেল করে দিন। টলিউড সৃজিত মুখোপাধ্যায়েরও একই মত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তুরস্ককে নিষিদ্ধ করার সায় দিয়ে এবার গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
  • তুরস্কে ঘুরতে যাওয়ার বিরোধিতা করে পোস্ট করেছেন রুপালি গঙ্গোপাধ্যায়ও। তাঁর আর্জি, তুরস্ককে একদম বয়কট করুন। ওখানকার টিকিট ক্যানসেল করে দিন।
  • টলিউড সৃজিত মুখোপাধ্যায়েরও একই মত।
Advertisement