সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অক্টোবর মাসে আচমকাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় গোবিন্দাকে। 'মরণ-বাঁচন' পরিস্থিতির খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। পা থেকে গুলি বের করতে অস্ত্রোপচারও করা হয়। আইসিইউতেও ছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। সেইসময়েই ডিভোর্সের আবেদন করেছিলেন গোবিন্দা? আইনজীবীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা তুঙ্গে!

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা (Govinda, Sunita Ahuja)। এই জল্পনায় যখন তোলপাড় বলিউড, তখন এমন আবহেই মুখ খুললেন তারকাদম্পতির আইনজীবী ললিত বিন্দাল। তিনি অবশ্য বলিউডের 'হিরো নং ওয়ান'-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও। ললিত সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, "মাস ছয়েক আগেই সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।" সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ছ' মাস আগের চূড়ান্ত দাম্পত্য কলহের জেরেই কি গোবিন্দার পায়ে সেইসময়ে গুলি লাগে? যদিও অনেকে দুটো ঘটনাকে কাকতালীয় বলে দাবি করছেন! আইনজীবী ললিতের দাবি, "নিউ ইয়ারের সময়ে তো একসঙ্গে আমরা নেপালে পশুপতিনাথ মন্দিরেও গেলাম। গোবিন্দা এবং সুনীতার মধ্যে সবকিছু ঠিকই আছে। তাছাড়া, দাম্পত্য কলহের জেরে এসব তো সবার লেগেই থাকে। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। ভবিষ্যতেও একসঙ্গেই থাকবেন ওঁরা।"
অতঃপর গোবিন্দা-সুনীতার ডিভোর্সের জল্পনা যে একবাক্যে তাঁদের পারিবারিক বন্ধু তথা আইনজীবী ললিত বিন্দাল উড়িয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য। তাঁর কথায়, "সুনীতার মন্তব্যের ভুল ব্যখ্যা করেছে নেটপাড়া। ও বলেছিল, গোবিন্দার মতো স্বামী নয়, পুত্রসন্তান দরকার। সুনীতা যখন বলেছিল, গোবিন্দা তাঁর ভ্যালেন্টাইনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তার অর্থ এই নয় যে অন্য কারও সঙ্গে প্রেমদিবস কাটিয়েছে ও। গোবিন্দা সেসময়ে কাজে ব্যস্ত ছিল। দুর্ভাগ্যবশত সুনীতার কথাগুলোর অন্য অর্থ বের করেছে নেটপাড়া। কোনও ডিভোর্স হচ্ছে না ওঁদের। আমি নিশ্চিত করে বলতে পারি, সুনীতা-গোবিন্দা বরাবরের মতো একসঙ্গেই থাকছেন।"
বলিপাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের ‘যুবক’ গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। এই নিয়ে আগেই অবশ্য বক্তব্য রেখেছেন সুনীতা। তাঁর বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, "এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!" সেই সঙ্গেই তাঁর দাবি, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তাঁর এহেন মন্তব্যের পর জট আরও বাড়ে। যা বর্তমানে আরও জোরালো গতি পেয়েছে। প্রায় চার দশকের দাম্পত্যে কি সত্যিই ফাটল ধরেছে? প্রশ্নে যখন উত্তাল বলিউড, তখন তাঁদের আইনজীবী জানালেন সুনীতা-গোবিন্দার অন্দরমহলের কথা।