shono
Advertisement
Hania Aamir

সিন্ধু জলচুক্তি বাতিলের পথে, পাক নায়িকা হানিয়া আমিরকে বাক্স ভর্তি জলের বোতল উপহার দিলেন কারা?

ভাইরাল ছবি ঘিরে শোরগোল!
Published By: Sandipta BhanjaPosted: 09:35 PM Apr 30, 2025Updated: 09:35 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের পরদিনই দিলজিৎ দোসাঞ্ঝের 'সর্দারজি ৩' ছবি থেকে বাদ পড়েছেন হানিয়া আমির। কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলায় শোকপ্রকাশ করেও চিঁড়ে ভেজেনি! উপরন্তু উত্তপ্ত আবহগেই বাদশাস্তুতি করে ফের রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। পাক সুন্দরীর সঙ্গে আবার বলিউডের জনপ্রিয় ব়্যাপারের দারুণ সম্পর্ক। মাসখানেক আগে তাঁদের প্রেমের গুঞ্জনও রটেছিল। তবে এবার খবর, পহেলগাঁও সন্ত্রাসের জেরে সিন্ধু জলচুক্তি আপাতত বাতিল হওয়ায় পাক মুলুকের অভিনেত্রীকে নাকি এক বাক্স জলের বোতল পাঠানো হয়েছে ভারতের অনুরাগীদের তরফে!

Advertisement

এক ভাইরাল ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত! আদৌ কতটা সত্যি সেই ছবি? জানা গেল, ভারত-পাকিস্তানের মধ্যে কুরিয়র সার্ভিস বন্ধ। জলের বোতলওয়ালা ওই ভর্তি বাক্সের উপর লেখা হানিয়া আমিরের নাম-ঠিকানা সবটাই আদতে মিমের জন্য করা। আর সেই ছবিই নেটভুবনে ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। সিংহভাগ নেটিজেন অবশ্য 'যথাযোগ্য পদক্ষেপ' বলে ঠাট্টা-তামাশা করেছেন। অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, 'পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটা জঙ্গি হামলায় পাকশিল্পীদের মধ্যে সবার প্রথমে শোকবার্তা জ্ঞাপন করেছিলেন হানিয়াই, তাই এহেন বিদ্রুপ তাঁর প্রাপ্য নয়।'

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ চরম কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। যার মধ্যে সর্বাধিক চর্চিত 'সাময়িক ভাবে' সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা। ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সেই চুক্তি হয়েছিল। সম্প্রতি সিআর পাতিল হুঁশিয়ারি ছুড়েছিলেন, "আমরা নিশ্চিত করব, পাকিস্তান যেন এক বিন্দু জলও না পায়।" এমন আবহে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে পাক শিল্পীদের কী হবে? সেই তালিকায় হানিয়া আমিরও রয়েছেন। আর সেপ্রসঙ্গ টেনেই নেটপাড়ায় বাক্স ভর্তি জলের বোতলের মিম ছড়িয়ে পড়েছিল। যেখানে স্পষ্ট অক্ষরে লেখা পাক সুন্দরীর নাম-ঠিকানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক ভাইরাল ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত! আদৌ কতটা সত্যি সেই ছবি?
  • জানা গেল, ভারত-পাকিস্তানের মধ্যে কুরিয়র সার্ভিস বন্ধ।
  • জলের বোতলওয়ালা ওই ভর্তি বাক্সের উপর লেখা হানিয়া আমিরের নাম-ঠিকানা সবটাই আদতে মিমের জন্য করা।
Advertisement