shono
Advertisement
Hema Malini-Dharmendra

'দেরি'তে ধর্মেন্দ্রকে পদ্মসম্মান, 'স্বামী গরবিনি' হেমার গলায় আক্ষেপের সুর

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও স্বামী হারানোর যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি হেমা মালিনী।
Published By: Sayani SenPosted: 12:51 PM Jan 26, 2026Updated: 12:51 PM Jan 26, 2026

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও স্বামী হারানোর যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি হেমা মালিনী। তার মাঝেই সুখবর। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত প্রয়াত অভিনেতা। স্বামীর পদ্মসম্মানে বেজায় খুশি 'ড্রিমগার্ল'। তাঁর একটাই আক্ষেপ, এই সম্মান আরও আগে প্রাপ্য ছিল ধর্মেন্দ্রর।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে হেমার গলায় শোনা যায় আক্ষেপের সুর। তিনি বলেন, "আমি সকালেই খবরটা পেয়েছি। এই সুসংবাদ নিঃসন্দেহে আমাকে গর্বিত করেছে। উনি (ধর্মেন্দ্র) বিনোদুনিয়ার জন্য অনেক কিছু করেছেন। একজন অভিনেতা, একজন মানুষ হিসাবে তিনি অসাধারণ। তিনি সবসময় সকলকে সাহায্য করেছেন। এটা সত্যিই অতুলনীয়। তিনি এই সম্মানের প্রাপ্য। অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল। যাক এখন দেওয়া হয়েছে। যা সত্যিই গর্বের।"

কমেডি থেকে রোম্যান্স এমনকী অ্যাকশন, সমস্ত উপজীব্যই ভরপুর তাঁর অভিনীত ছবিতে। তিনিই বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। 'শোলে' ছবিতে তাঁর চরিত্র 'বীরু' আজও দাগ কাটে দর্শকের মনে। বলিউডের কাল্ট ক্লাসিক ছবিতে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অভিনয় আজও গেঁথে রয়েছে সকলের মনে। সঙ্গে 'জয়' অর্থাৎ অমিতাভের সঙ্গে তাঁর বন্ধুত্বের রসায়ন এক আলাদা সংজ্ঞা তৈরি করেছিল। রাজ খোসলার পরিচালনায় 'মেরা গাঁও মেরা দেশ' ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় জীবনে কালজয়ী ছবিগুলির মধ্যে একটি। এই ছবিতে তাঁর অভিনয় আজও ভোলেননি দর্শক। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি 'চুপকে চুপকে' ধর্মেন্দ্রর ফিল্মি জীবনের আর এক উল্লেখযোগ্য ছবি। গল্পের প্রেক্ষাপট, হাস্যরস ও বুদ্ধিদীপ্ততায় ভরপুর এই ছবি আজও দর্শকের মনে দাগ কাটে। ধর্মেন্দ্র এই ছবিতে স্ক্রিনশেয়ার করেছিলেন শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সঙ্গে। প্রবাদপ্রতিম অভিনেতার ফিল্মি জীবনের আরও এক হিট ছবি 'ফুল আউর পাথর' বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল।

ধর্মেন্দ্রর অভিনয়, এই ছবির গল্পের প্লট, ছবির মিউজিক সবমিলিয়ে ধর্মেন্দ্র অভিনীত এটি একটি কাল্ট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। বসু চট্টোপাধ্যায়ের 'রমকম ঘরানার 'দিললাগি' ছবিঅ সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৬২ সালে ইন্দো-চিন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'হকিকত: স্যাক্রিফাইস ফর কান্ট্রি', ছবিতে বাহাদুর সিং চরিত্রে রীতিমতো তাক লাগিয়েছিলেন সকলকে। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত 'অনুপমা' ছবিতে 'অশোক' চরিত্রে নজর কেড়েছিলেন ধর্মেন্দ্র। রমেশ সিপ্পির পরিচালনায় সীতা আউর গীতা ছবিতে হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর যুগলবন্দি বিশেষ প্রশংসা পেয়েছিল। তাঁর ফিল্মি জীবনে এই ছবি এক মাইলস্টোন বলা যায়, যা আজও দর্শককে বিনোদনের রসদ জোগায়। সেই 'হি-ম্যান'ই আজ পদ্মসম্মানে ভূষিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement