প্রতিবারের মতোই সাধারণতন্ত্র দিবসে প্রাক্কালে ঘোষিত পদ্ম পুরস্কার। সম্মানিত বাংলা চলচ্চিত্রের একাধিক কৃতীরা। তাঁদের অন্যতম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবাসরীয় সন্ধ্যায় কেন্দ্রের তরফে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হল। সেই তালিকাতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। প্রায় চার দশকের অভিনয় জীবনে টলিউডকে উর্বর করতে অনেক অবদান রয়েছে তাঁর। সেই অবদানের কথা মাথায় রেখেই টলিউডের সুপারস্টারকে এই সম্মাননা। একটা সময় বাংলা ছবির দুঃসময়ে প্রায় সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন 'বুম্বা'। তাঁর হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল কমার্শিয়াল ছবি। গোটা ফিল্মি কেরিয়ারে অভিনয় করেছেন প্রায় সাড়ে তিনশোর বেশি ছবিতে।
১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত 'ছোট্ট জিজ্ঞাসা' ছবিতে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। বাংলা ছবির হিরো হিসেবে তিনি ধরা দেন 'অমরসঙ্গী' ছবির হাত ধরে। নিভৃতে নানা ক্ষেত্রে দেশসেবায় নিয়োজিত ১৩১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার সন্ধ্যায়। আগামী মার্চ বা এপ্রিল মাসে তাঁদের হাতে ২০২৬ সালের পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রকাশিত নামের তালিকায় রয়েছেন সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, কলা, সমাজসেবা ও জনকল্যাণমূলক ক্ষেত্রে নিজের জীবন সমর্পিত করা ভারতের কৃতি সন্তানরা। এই তালিকায় রয়েছেন বাংলার কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ ১১ জন বাঙালি।
