shono
Advertisement
FIFA World Cup

ম্যাচের মধ্যেই মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা! মৃত ১১, ফুটবল বিশ্বকাপের আগে প্রশ্নে নিরাপত্তা

চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা।
Published By: Prasenjit DuttaPosted: 01:31 PM Jan 26, 2026Updated: 02:08 PM Jan 26, 2026

চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকবাজ হামলা চালায়। যার জেরে ১১ জনের প্রাণহানি হয়েছে বলে খবর। পাশাপাশি আহত ১২। 

Advertisement

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে। স্থানীয় প্রশাসন জানায়, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকবাজের হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যায়। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, সেটা এখনও অবধি জানানো হয়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।

মেক্সিকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা রয়েছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য শীর্ষে থাকবে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গজিয়ে উঠেছে এখানে। বহুবারই তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।

১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের শুরুটাও এই দু'দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে। তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। এই স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। তাছাড়াও অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। আর এবার ম্যাচ চলাকালীন ঘটে গেল বন্দুকবাজের হামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement