সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে আসছে নতুন গোয়েন্দা। এ খবর আগে থেকেই ছিল। ফার্স্টলুক, মোশন পোস্টারে পাওয়া গিয়েছিল রহস্যের আভাস। এবার টিজারের পালা। ‘অরণ্য চ্যাটার্জী’র গোয়েন্দাগিরির গল্প নিয়ে প্রকাশ্যে এল ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ (Aranyar Prachin Prabad) সিনেমার টিজার (Teaser)। দুলাল দের পরিচালনায় নতুন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জীতু কমল।
পেশায় ক্রীড়া সাংবাদিক দুলাল দে। তাঁর হাত ধরেই এই প্রথমবার বড়পর্দায় গোয়েন্দা ‘অরণ্য চ্যাটার্জী’ হিসেবে আত্মপ্রকাশ করলেন জীতু (Jeetu Kamal)। ডাক্তারির ছাত্র হলেও অরণ্যর প্যাশন ক্রিকেট। আবার রহস্যের গন্ধ পেলেই ছুটে যায় সে। যেমন ব্যোমকেশের গল্প লেখে অজিত। তেমনই অরণ্যর গল্প লিপিবদ্ধ করে তার জামাইবাবু সুদর্শন হালদার। এই চরিত্রে অভিনয় করেছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার।
[আরও পড়ুন: বাংলায় ‘স্বামী’ গানের নয়া ভার্সান, নাচের নতুন কায়দা শেখাল পুষ্পা-শ্রীভল্লি]
এর আগে ছবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক বলেন, “আমার ছবির থিম একটু আলাদা। শহরে নতুন গোয়েন্দা, যে ক্রিকেটের বাইশ গজেও তুখড়। ফার্স্ট ডিভিশন খেলে। সে পুলিশ বিভাগে যুক্ত নয়, তবে ডাক্তারির ছাত্র। অন্যদিকে, সিআইডি ইন্সপেক্টরের চরিত্রে সুদর্শন হালদার (শিলাজিৎ)। অরণ্য আর সুদর্শন সম্পর্কে শ্যালক-জামাইবাবু। রানাঘাটের পটভূমিকায় গল্প। চিত্রনাট্য অনুযায়ী এক চিকিৎসকের মৃত্যু হয়, সেখানে যায় অরণ্য। ঘটনাচক্রে সেই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে যায় সে। ছবি জুড়ে ক্রিকেটের নানা অনুষঙ্গও থাকবে।”
জুলাই মাসেই সিনেমা হলে মুক্তি পাবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। এমনই খবর ইন্ডাস্ট্রি সূত্রে। জীতু, শিলাজিৎ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ, লোকনাথ দে, শুভদীপ গুহ, প্রতীপ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য’র মতো অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে।
