shono
Advertisement
Hoichoi Golper Parbon 2025

ফের ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে শুভশ্রী, হইচই-এর ঝুলিতে 'বিগ ফ্রাইডে' সারপ্রাইজ!

'গল্পের পার্বণ ১৪৩২'-এ একগুচ্ছ চমক!
Published By: Sandipta BhanjaPosted: 09:47 AM Feb 28, 2025Updated: 11:36 AM Feb 28, 2025

শম্পালী মৌলিক: একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে', অন্যদিকে 'রায়বাঘিনী ভবশঙ্করী'র চরিত্রে দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্র তাঁর ঝুলিতে। এবার হইচই-এর হাত ধরে ওয়েব সিরিজের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অদিতি রায় পরিচালিত সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি। শুক্রবার সিনেইন্ডাস্ট্রির বড়দিন। এসভিএফ এবং হইচই প্ল্যাটফর্মের তরফে তাই এদিনই 'গল্পের পার্বণ ১৪৩২'-এর হাত ধরে আসতে চলেছে একগুচ্ছ 'বিগ ফ্রাইডে' চমক! যে তালিকার অন্যতম শুভশ্রীর (Subhashree Ganguly) সিরিজ।

Advertisement

'পরিণীতা'র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। এবার পরিচালক অদিদি রায়ের হাত ধরে নতুন ওয়েব সিরিজে কোন চমক দেন? সেটাই দেখার অপেক্ষা। শুক্রবার সন্ধেতেই যদিও বিশদে জানা যাবে। উল্লেখ্য, এর আগে হইচই-এর শুভশ্রী অভিনীত 'ইন্দুবালা ভাতের হোটেল' দর্শক, সমালোচকের দারুণ প্রশংসা অর্জন করেছিল। অন্যদিকে পর পর কয়েকটি নারীকেন্দ্রিক সিরিজ পরিচালনায় অদিতিও সাম্প্রতিককালে ছাপ ফেলেছেন। ফলে, শুভশ্রীকে নিয়ে তাঁর নতুন কাজের দিকে সকলের আগ্রহ থাকবে। এটি থ্রিলার ঘরানারও হতে পারে। সূত্রের খবর, অদিতি আরও একটি প্রোজেক্ট করছেন, যেখানে তিনি শো-ক্রিয়েটর হিসাবে থাকবেন। অভিনয় করছেন মানালি মনীষা দে, সুহোত্র মুখোপাধ্যায় ও সৃজলা। যে প্রোজেক্টটির নাম এখনও ঠিক হয়নি। এছাড়াও নারীকেন্দ্রিক ছকভাঙা কিছু সিরিজ আসবে এবার হইচই-এর প্ল্যাটফর্মে।

শোনা যাচ্ছে, হইচই-এর 'গল্পের পার্বণ ১৪৩২'-এর ঝুলিতে নতুন সিরিজ, সিনেমা, শো সব কিছু থাকছে। এবার এই প্রযোজনা সংস্থার তিরিশ বছর পূর্তি। বছরভর তারা কী কী সারপ্রাইজ দেবে? জানা যাবে শুক্রবারই। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফের 'কাকাবাবু' রূপে প্রত্যাবর্তন করছেন। তবে পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায় নন, চন্দ্রাশিস রায়। ছবির নাম 'বিজয়নগরের হিরে'। অন্যতম তাৎপর্যপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অনুজয় চট্টোপাধ্যায়কে। অন্য চরিত্রে থাকবেন শ্রেয়া ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও ব্রত বন্দ্যোপাধ্যায়। আরেকটি সিরিজ পরিচালনার বিষয়ে কথা চলছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে। উল্লেখ্য, এই তালিকায় পরিচালক সায়ন্তন ঘোষালের থ্রিলার মিস্ট্রিও রয়েছে। যার শুটিং হবে দেশের বাইরে, চোখধাঁধানো বিদেশি লোকেশনে। বলাই বাহুল্য আরও বেশ কিছু চমক থাকবে 'গল্পের পার্বণ ১৪৩২'-এ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হইচই-এর হাত ধরে ওয়েব সিরিজের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
  • অদিতি রায় পরিচালিত সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।
  • 'গল্পের পার্বণ ১৪৩২'-এ একগুচ্ছ চমক!
Advertisement