shono
Advertisement
War 2

'যুদ্ধ শুরু হচ্ছে...', ভক্তদের কোন সতর্কবাণী দিলেন হৃতিক রোশন?

কোন 'মিশন'-এর পাঠ দিলেন বলিউড সুপারস্টার?
Published By: Sandipta BhanjaPosted: 07:48 PM Aug 13, 2025Updated: 07:49 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ফের বক্স অফিসে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির যুদ্ধ! ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে হৃতিক রোশনের মেগাবাজেট ছবি 'ওয়ার ২'। বলিউড সুপারস্টারের সঙ্গে দক্ষিণী মহাতারকা জুনিয়র এনটিআরে'র যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক-অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। আবার বৃহস্পতিবার এই একইদিনে রিলিজ করছে রজনীকান্ত, আমির খানের 'কুলি'। বিগত কয়েকদিন ধরেই বলিমহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, 'মিস্টার পারফেকশনিস্ট' নাকি উত্তর বলয়ের মাল্টিপ্লেক্সে 'থাবা' বসানোর জন্য আগে থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছেন। যদিও আমিরের টিমের তরফে এহেন গুঞ্জন নস্যাৎ করে দেওয়া হয়েছে! এবার অনুরাগীদের সতর্ক করে পোস্ট হৃতিক রোশনের।

Advertisement

যশরাজ ফিল্মসের 'গোয়েন্দা ব্রহ্মাণ্ড' নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। কারণ দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের তাবড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সলমন রয়েছেন, তেমনই হতিক রোশনও। বলিউডের 'গ্রিক গড'-এর অ্যাকশন দেখার জন্য উত্তেজনায় ফুটছে দর্শকরা। এমন আবহেই লক্ষ্মীবারে 'ধূমকেতু'র মতো পোস্ট হৃতিকের। অনুরাগীদের উদ্দেশে বলিউড সুপারস্টারের মন্তব্য, "যুদ্ধ (ওয়ার ২) যখন শুরু হচ্ছে, তখন গোপনীয়তা বজায় রাখাই আপনাদের মিশন। একদম স্পয়লার দেবেন না।"

আসলে গত দু'-একবছর ধরেই প্রেক্ষাগৃহের গর্ভগৃহ থেকে সিনেমার কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়ার চল শুরু হয়েছে। বিশেষ করে এই ট্রেন্ডের শিকার সিনেদুনিয়ার তাবড় তারকারা। 'স্পয়লার'-এর গেরো থেকে মুক্তি পাননি শাহরুখ-সলমনও। 'পাঠান', 'জওয়ান' হোক কিংবা 'টাইগার'-এর বহু দৃশ্য এর আগে নেটভুবনে ভাইরাল হয়েছে। কেউ গানের দৃশ্য তো কেউ মারপিটের দৃশ্য আবার কেউ বা আস্ত ক্লাইম্যাক্সের সিকোয়েন্সকেই ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেন! যার ফলে, দর্শকদের একাংশ হলে গিয়ে ছবি দেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। সেই প্রেক্ষিতেই এবার 'ওয়ার ২' রিলিজের প্রাক্কালে অনুরাগীদের সতর্ক করে দিলেন, কেউ যেন মোবাইলবন্দি দৃশ্য নেটপাড়ায় ছড়িয়ে দিয়ে স্পয়লার না দেন।

এদিকে মুক্তির মাত্র দিন কয়েক আগেই সেন্সরের কাঁচিতে মেগাবাজেট সিনেমায় ৬টি বদল আনা হয়েছে। জানা গেল, সিনেমার কিছু দৃশ্যের সংলাপ অনুপযুক্ত বলে মনে হয়েছে সিবিএফসির। ‘অশ্লীল’ একটি সংলাপ পুরোটাই ছেঁটে ফেলা হয়েছে। সেই বিতর্কিত সংলাপের পরই ওই দৃশ্যে এক ‘কুরুচিকর অঙ্গভঙ্গি’র দৃশ্য ছিল। সেটাও বাদ পড়েছে। খোলামেলা দৃশ্যেও আপত্তি ‘সংস্কারি’ সেন্সরের। ৯ সেকেন্ডের যৌন আবেদনমূলক দৃশ্য ছাঁটাই করা হয়েছে। সূত্রের খবর, কিয়ারা আডবানির বিকিনি পরিহিত দৃশ্য নিয়েও নাকি আপত্তি! সবমিলিয়ে ‘ওয়ার ২’ নির্মাতাদের হাতে U/A সার্টিফিকেট ধরালো সেন্সর বোর্ড। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই ফের বক্স অফিসে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির যুদ্ধ!
  • এবার অনুরাগীদের সতর্ক করে পোস্ট হৃতিক রোশনের।
  • সুপারস্টারের মন্তব্য, "যুদ্ধ (ওয়ার ২) যখন শুরু হচ্ছে, তখন গোপনীয়তা বজায় রাখাই আপনাদের মিশন। একদম স্পয়লার দেবেন না।"
Advertisement