shono
Advertisement
Sourav-Darshana

আরও দূরে চলো যাই... দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে কোথায় 'হারালেন' সৌরভ-দর্শনা?

২০২৩ সালের ১৫ ডিসেম্বর চারহাত এক হয়েছিল তাঁদের।
Published By: Arani BhattacharyaPosted: 09:55 PM Dec 13, 2025Updated: 09:55 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বিয়ে হয়েছে প্রায় দু'বছর হতে চলল। কিন্তু ভালোবাসা যেন তাঁদের আরও বাড়ছে। সোশাল মিডিয়ায় হোক বা বাস্তবে, তাঁদের জীবনে উঁকি দিলেই বোঝা যায় তাঁরা টলিপাড়ার 'লাভি ডাভি ডুয়ো'। কার কথা বলছি ভাবছেন? কথা হচ্ছে সৌরভ দাস ও দর্শনা বণিকের।

Advertisement

২০২৩ সালের ১৫ ডিসেম্বর চারহাত এক হয়েছিল তাঁদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর। আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় জন্মদিন। তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন তাঁরা।

ইতিমধ্যেই সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁরা ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, 'ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট'। অর্থাৎ কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে তাঁদের জীবনটা। কলকাতায় বেশিরভাগ সময়েই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। আর তার ফাঁকে সময় পেলেই চলে যান নিজেদের মতো সময় কাটাতে। এবারেও তার অন্যথা হল না। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও একান্তে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা বিদেশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর।
  • আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় জন্মদিন।
  • তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা।
Advertisement