সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে এবার ক্যাটরিনার মা হওয়ার পালা? সেই সুখবর সবাইকে জানানোর আগেই, শাশুড়িকে সঙ্গে নিয়ে সাইবাবা দর্শন! হ্য়াঁ, বলিউড গুঞ্জনে রটেছে এমনই। যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। রটেছে, এই কারণেই নাকি দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন ভিকি ঘরনি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত জুন মাসে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে লম্বা পোশাকের আড়ালে তিনি বেবি বাম্প ঢেকে রেখেছেন বলে রটে যায়। সেই থেকেই শুরু হয় তাঁর মা হওয়ার গুঞ্জন। তার কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন নিজের বেবিবাম্পকে আড়াল করছেন ক্যাট। আর সেই ভিডিও দেখেই রটে যায়, অনুষ্কার মতো ক্যাটও লন্ডনে উড়ে গিয়েছে সন্তান প্রসব করতে! এমনিতেই বিরাট ও অনুষ্কা তাঁদের প্রতিবেশি। গুঞ্জনপাড়া বলছে, সেই কারণেই হয়তো অনুষ্কার থেকে টিপস নিতে লন্ডনে এসেছেন ভিক্যাট। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। বিয়ের মতো সন্তানের জন্মানোর খবরটাও গোপন রাখতে চান ক্যাট।
তবে সেই রটনার বারুদেই পড়েছে নতুন আগুন। এবার স্বামী নয়, বরং শাশুড়িকে সঙ্গে নিয়ে সাইবাবা দর্শনে গেলেন ক্যাট। শিরিডিতে পৌছে অংশ নিলেন প্রার্থনা অনুষ্ঠানে। আর সেই ভিডিও ভাইরাল হতেই ফের মা হওয়ার জল্পনা। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি ক্যাট বা ভিকি কেউই।