সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌশানী মুখোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। 'বহুরূপী'র 'ঝিমলি' হোক বা 'কিলবিল সোসাইটি'র 'পূর্ণা', ডিগ্ল্যাম চরিত্রে অভিনয়ের জোরেই বাজিমাত করেছেন আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার এই হিরোইন। শুরুটা অবশ্য রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজ থেকেই হয়েছিল। তার পর চব্বিশের পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবার পঁচিশ সালের প্রথমার্ধে সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে ম্যাজিক দেখিয়েছেন! বলাই বাহুল্য, কেরিয়ারের ঝোড়ো ইনিংসে বেড়ে খেলছেন কৌশানী। ১৭ মে অভিনেত্রীর জন্মদিন। সেই উপলক্ষে স্বাভাবিকভাবেই বাড়িতে মহাআয়োজন। কৌশানী কীভাবে পালন করছেন বিশেষ দিনটি?
কৌশানীর মতে, তাঁর জন্মদিন দুর্গাপুজোর মতোই। একমাস ধরে উদযাপন চলতে থাকে। মাকে হারানোর পর অবশ্য জন্মদিন উদযাপনের ধরন বদলেছে তাঁর। এখন মায়ের অবর্তমানে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত এবং অভিনেত্রীর মাসির উপরই যাবতীয় দায়িত্ব বর্তায়। তাঁরাই আগলে রাখেন কৌশানীকে। পিয়া জানিয়েছেন, এক মুহূর্তের জন্যেও যেন তাঁর মন খারাপ না হয়, সেদিকে নজর রাখেন তিনি। প্রতিবার জন্মদিনে প্রেমিকাকে উপহারে ভরিয়ে দেন বনি সেনগুপ্তও। আর পিয়া উপহারস্বরূপ আশীর্বাদ আর টাকা দেন। যাতে কৌশানী নিজের পছন্দমতো জিনিস কিনতে পারেন। চলতি বছরেও নায়িকার জন্মদিনে আয়োজনের কোনও খামতি রাখেননি বনির মা পিয়া সেনগুপ্ত। সাতসকালে পৌঁছে গিয়েছেন কৌশানীর বাড়ি।
হবু বউমার জন্মদিন বলে কথা! অতঃপর মেনুতে প্রিয় সব খাবার মাস্ট! কী কী রয়েছে? জানা গেল, পোলাও, চিংড়ি মাছ, পাঠার মাংস, পায়েস-সহ আরও রকমারি খাবার। এদিন অবশ্য ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খেতে চান কৌশানী মুখোপাধ্যায়। সেটা তিনি আগেভাগেই জানিয়ে দিয়েছেন। স্নান সারার পর কৌশানীকে পরিবারের গুরুজনরা সকলে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবেন রীতি অনুযায়ী। হবু বউমা প্রশংসায় পঞ্চমুখ পিয়া সেনগুপ্ত। তাঁর কথায়, কৌশানী সকলেরই খুব খেয়াল রাখেন, এবং চটজলদি মিশে যেতে পারেন, আর এটাই তাঁর সবথেকে মিষ্টি স্বভাব। তাই কৌশানীর জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেন পিয়া। আর নায়িকার কী প্ল্যান এদিন?
কৌশানী জানিয়েছেন, তাঁর বাবা নিজে হাতে পোলাও রেঁধেছেন। মাটন খান না, তাই ঝোল-আলু খাবেন তিনি। শুক্রবার রাত থেকেই ডায়েটে নেই তিনি। দিনে পরিবারের সঙ্গে জন্মদিন পালন করে রাতে কোথাও একটা বন্ধুবান্ধব মিলে হুইহুল্লোড় হবে। একটা সারপ্রাইজের কথাও অবশ্য উল্লেখ করেছেন তিনি। আর জন্মদিন কাটিয়েই রবিবার বাইরে ঘুরতে চলে যাচ্ছেন অভিনেত্রী। যদিও গন্তব্যটি জানাননি।
