সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি দেওল ও রণদীপ হুডার নতুন ছবি 'জাট' নিয়ে মুক্তির পর থেকে জলঘোলা হয়েই চলেছে। ছবিটিকে অনেক ধর্মীয় সংগঠন ‘উসকানিমূলক’ বলে দেগে দিয়েছে। গির্জায় গুন্ডামির দৃশ্য দেখিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে ছবির নির্মাতাদের বিরুদ্ধে। এরপরই শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। অবশেষে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ছবির পরিচালক গোপীচাঁদ মেলানেনি।
বিতর্কের সূত্রপাত গির্জায় দেখানো এক দৃশ্য নিয়ে। যেখানে দেখা গিয়েছে, চার্চে যখন প্রার্থনা চলছে, তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুডা অভিনীত চরিত্রটি। ঠিক তার পিছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যিশুকে। পবিত্র গির্জার ভিতরে এহেন গুন্ডামি দেখানো নিয়েই আপত্তি তুলেছিল খ্রিস্টান সম্প্রদায়। এবার সব বিতর্কে ইতি টানতে মুখ খুলেছেন পরিচালক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক জানিয়েছেন, "প্রাথমিকভাবে ছবির ট্রেলার দেখার পর সেন্সরবোর্ড কোনও কাটের কথা বলেনি। মুক্তির আগে ছবির বিতর্কিত দৃশ্য আবছা করে দেওয়ার কথা বলেছিল। বিতর্ক শুরু হওয়ার আগেই আমরা সেই কাজটি করে ফেলেছিলাম। কারণ ছবিটি যদি ব্লকবাস্টার হয় তাহলে বহু মানুষের এটি দেখার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া কোনও পরিচালকই চান না ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে। আমরা মানুষকে আনন্দ দিতে চাই।" এভাবেই সমস্ত বিতর্কের রাশ টানতে চেয়েছেন পরিচালক।
প্রসঙ্গত, গত বুধবার, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় ছবির দুই অভিনেতা সানি দেওল, রণদীপ হুডা, পরিচালক গোপীচাঁদ মেলানেনির বিরুদ্ধে পাঞ্জাবের জলন্ধরের এক থানায় এফআইআর দায়ের হয়। তাছাড়া এই ছবির বিরুদ্ধে যে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরা আপত্তি তুলেছেন তা-ই নয়, শিখ সম্প্রদায়ের রোষানলেও পড়েছে ছবিটি। ছবির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আবার কয়েকদিন আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ‘ও রাম শ্রীরাম’ গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে একটি হিন্দু সংগঠনও। বলা যায়, সবমিলিয়ে বেশ চাপের মধ্যেই রয়েছে সানি দেওলের 'জাট'।
